কলকাতা

ভয়াবহ অগ্নিকাণ্ড যশোর রোডের গেঞ্জি কারখানায় , ঘটনাস্থলে দমকল এর ২০টি ইঞ্জিন

THE TRUTH OF BENGAL : ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল যশোর রোডের একটি গেঞ্জি কারখানা। আগুনের ব্যাপ্তি এতটাই যে সেখানে দমকলের ২০ টি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে , গোটা কারখানাটি এই মুহূর্তে আগুনের গ্রাসে। যে কারখানায় আগুন লেগেছে সেই কারখানার ভেতরে কোন কর্মী আটকে নেই বলে দমকলের অনুমান। সকলকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। রাত থেকেই বৃষ্টি হচ্ছে তার মধ্যে দমকলকে আগুন নেভানোর কাজেও কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে শর্ট সার্কিট থেকে হতে পারে বলে দমকলের প্রাথমিক অনুমান। ‌

স্থানীয় সূত্রে খবর নাগের বাজারের একটি গেঞ্জির কারখানায় এই আগুন লাগে রাত তিনটে নাগাদ। রাত তিনটে নাগাদ হঠাৎ ভয়ংকর ভাবে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা তারা অনুমান করেন এসিতে বিস্ফোরণ হয়েছে এবং সেই থেকেই আগুন । খবর যায় দমকলে। আগুনের ব্যাপ্তি এতটাই যে প্রথমে কয়েকটা ইঞ্জিন এলেও আগুন নেভাতে যখন হিমশিম খেতে হচ্ছে দমকলকে তখন আরো কয়েকটা ইঞ্জিন পৌঁছই ঘটনাস্থলে। এই মুহূর্তে ২০ টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে। যেখানে আগুন লেগেছে তার পাশে একটি বিয়ে বাড়ি, ঔষধ এবং আসবাবের গুদাম এবং আরো একটি গেঞ্জির কারখানা রয়েছে। আগুনের মাত্রা যেভাবে বেড়েছে তাতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা। দমকলের তরফ থেকে জানানো হয়েছে তারা ৩টে চল্লিশ মিনিট নাগাদ থেকে কাজ শুরু করেছেন