কলকাতা
ঢাকুরিয়ায় রেল লাইনের ধারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই প্রায় ১৫- ২০টি ঝুপড়ি
A terrible fire broke out along the railway line in Dhakuria

The Truth of Bengal: বুধবার দুপুর ১ টা নাগাদ ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুনলাগে। দাউদাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ ।ব্যাহত হয় শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল । দমকল সূত্রে খবর ঘটনা স্থলে এখনও অবধি দমকলের ৭ টি ইঞ্জিন পৌঁছেছে ।
আগুনে পুড়ে ছাই অন্তত বেশ কিছু ঝুপড়ি। ঢাকুরিয়া রেল লাইনের পাশের একটি বস্তিতে আগুন। সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে গিয়েছে কিছু বস্তি। হতাহতের কোনও খবর নেই।এই মুহূর্তে নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের ঘটনার জেরে ঢাকুরিয়া স্টেশনে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও আপাতত তা স্বাভাবিক।
রেল লাইনের ধারে ঝুপড়িতে আগুন লাগায় ব্যাহত ট্রেন চলাচল। বন্ধ শিয়ালদা দক্ষিন শাখা ট্রেন চলাচল। ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা।