কলকাতারাজ্যের খবর

যুব দিবসে বিশেষ উপহার, মুখ্যমন্ত্রীর লেখা সমস্ত গান নিয়ে থাকছে বিশেষ কনসার্ট

A special gift on Youth Day, a special concert with all the songs written by the Chief Minister

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গান বহুবার জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। তাঁর গান কখনও প্লাটিনাম ডিস্ক পেয়েছে, কখনও মহালয়ার গান হয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই পুজোর সময় তাঁর গান ইউটিউবে মিলিয়ন ভিউ পেরিয়ে গেছে, আর সুরুচি সংঘের পুজোর থিম সং তো বহু মানুষের মোবাইলের রিংটোন হয়ে উঠেছে।

এবার বাংলার সাধারণ মানুষের জন্য রয়েছে এক বিশেষ উপহার। যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মদিনে, আগামী ১২ জানুয়ারি রাজডাঙা খেলার মাঠে আয়োজন করা হচ্ছে এক বিশেষ কনসার্ট। এই কনসার্টে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা ৩২টি গান পরিবেশিত হবে। এটি হবে প্রথমবার, যখন তাঁর সমস্ত গান এক মঞ্চে শোনার সুযোগ পাবেন সংগীতপ্রেমীরা।

কনসার্টে গান পরিবেশন করবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায় সহ অন্যান্য খ্যাতনামা শিল্পীরা। বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কনসার্টের সঙ্গে শুরু হবে রাজডাঙা ক্লাব সমন্বয়ের ৫ দিনের পিঠেপুলি উৎসব। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজডাঙার এই উৎসব এবং বিশেষ কনসার্ট সংগীতপ্রেমী ও বাঙালির ঐতিহ্যপ্রেমী মানুষের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে।

Related Articles