পাক হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে কাশ্মীর সফরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল
A delegation from the Trinamool party is going to Kashmir to assist the victims of the Pakistani attack

Truth of Bengal: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত চালায় জবাবি অভিযান — ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পালটা হামলা করে পাকিস্তানও। যদিও ভারতীয় সেনা বেশিরভাগ হামলা রুখে দেয়, তবুও জম্মু ও কাশ্মীরের কিছু এলাকায় সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, ভেঙেছে বহু ঘরবাড়ি।
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির তরফে জানানো হয়েছে, বুধবার শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরি সফরে যাচ্ছে একটি প্রতিনিধি দল।
Under the guidance of AITC Chairperson @MamataOfficial, a 5-member delegation will be proceeding to Srinagar, Poonch, and Rajouri
The delegation comprising @derekobrienmp @MdNadimulHaque6 @ManasB_Official @sagarikaghose and Mamata Thakur, will be in the region from May 21 to 23…
— All India Trinamool Congress (@AITCofficial) May 20, 2025
এই প্রতিনিধি দলে থাকছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমূল হক, সাংবাদিক ও নেত্রী সাগরিকা ঘোষ, মন্ত্রী মানস ভুঁইয়া সহ আরও এক সদস্য। ২৩ মে পর্যন্ত তাঁরা কাশ্মীরে থাকবেন। সেখানে তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন এবং সরাসরি কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে।
মঙ্গলবার এক্স-এ একটি বিবৃতিতে তৃণমূল এই সিদ্ধান্তের কথা জানায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, “দল নয়, দেশের স্বার্থ আগে।” সেই বার্তাকেই সামনে রেখে মানবিকতার দিক থেকে এই পদক্ষেপ নিয়েছে দলটি।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে লস্কর-ঘনিষ্ঠ TRF-এর চার জঙ্গি ২৬ নিরস্ত্র মানুষকে হত্যা করে। অভিযানে সাহায্য করেছিল কাশ্মীরের এক স্থানীয় জঙ্গি। তার পর ৭ মে ভারত জবাব দেয় ভোর রাতে, ধ্বংস হয় ৯টি জঙ্গিঘাঁটি। পালটা পাকিস্তানের হামলাতেও ভারত দিয়েছে জোরদার প্রতিরোধ। একাধিক পাক সেনাঘাঁটি ধ্বংস, বহু জঙ্গির মৃত্যু ঘটে। শেষমেশ পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত।
তবে সেই ক্ষতির চিহ্ন এখনও রয়ে গেছে জম্মু ও কাশ্মীরের মাটিতে। আর সেই আহত হৃদয়গুলোর পাশে এবার দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।