কলকাতা

তীব্র দাবদাহে খুদে পড়ুয়াদের স্কুলের সময়সীমা বদল চায় ৯ জেলা

9 districts seek change in school timings for young students due to intense heat

Truth Of Bengal: বঙ্গ জুড়ে বাড়ছে তাপমাত্রা পারদ। বইছে তাপপ্রবাহ। নাজেহাল অবস্থা আমজনতার। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এই আবহে এবার রাজ্যের ৯ টি জেলা স্কুলের সময়সীমা বদলের আর্জি জানায়। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য ডে শিফটের বদলে মর্নিং শিফটে ক্লাস করাতে চায় বিভিন্ন স্কুল। আর এবার সেই আর্জি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা পড়ল বিজ্ঞপ্তি।

বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগণার স্কুলগুলি মূলত তীব্র দাবদাহের জন্য সময়সীমা বদলের আর্জি জানিয়েছে। এরপরেই স্কুলের সময়সীমা বদল করার প্রয়োজন রয়েছে কিনা তার রিপোর্ট বিভিন্ন জেলার কাছ থেকে চেয়ে পাঠায় শিক্ষা দফতর। তবে শুধু কী ৯ জেলায় স্কুলের সময়সীমা বদল হবে নাকি সব জেলাতেই এই নিয়ম কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।

এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ‘ইতিমধ্যেই আমরা রাজ্যকে চিঠি দিয়েছি। কিছু জেলা দুপুরের বদলে সকালে স্কুল করাতে চায়। এই বিষয় শীঘ্রই নেওয়া হবে সিদ্ধান্ত।‘ সেইসঙ্গে এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে।

Related Articles