যাদবপুর রণক্ষেত্রের ঘটনায় ৭ এফআইআর, গ্রেফতার ১ প্রাক্তনী
7 FIRs registered in Jadavpur battlefield incident, 1 former student arrested

Truth Of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় এক প্রাক্তন পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রের ঘটনায় মোট সাতটি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে ওয়েপ কুপার পক্ষ থেকে তিনটি এফআইআর করা হয়েছে, মূলত সরকারি সম্পত্তি নষ্ট অগ্নি সংযোগ সহ একাধিক অভিযোগ করা হয়েছে।
শনিবার ওয়েব কুপার বার্ষিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর বেনোজির আক্রমণে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক দাবি নিয়ে শিক্ষামন্ত্রী এবং ওয়েব কুপার সদস্যদের সঙ্গে বাম অতিবাম একাধিক ছাত্র সংগঠনের মধ্যে ধুমধুমার কাণ্ড বাঁধে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এই ঘটনায় শিক্ষা মন্ত্রীর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠেছে, যার পাশাপাশি শিক্ষামন্ত্রীকে শারীরিকভাবে হেনস্তা হতে হয় ছাত্রদের দ্বারা। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রীকে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে ছাত্র সংঘর্ষে পড়ুয়াদের মধ্যেও অনেকে আহত হন। এদিন আহত পড়ুয়াদের দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। সবমিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই মুহূর্তে কার্যত থমথমে হয়ে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে।