৬ মাসেও মেলেনি অভয়ার সুবিচার! এবার নবান্ন অভিযানের ডাক আন্দোলনকারীদের
6 months of R G Kar Issue but no Justice, night protester call for Nabanna Abhijan 16th january 2025

Truth of Bengal: ৬ মাস কাটতে চলল অভয়া কাণ্ডের। নেই কোনও বিচার। তাই এবার নবান্ন অভিযানের পথে রাত দখলের আন্দোলনকারীরা। জানান হয়েছে ১৬ জানুয়ারি তাঁরা প্রথমে রানি রাসমণি রোডে অবস্থান করবেন। পরে নবান্নতে ডেপুটেশন জমা দেবেন তাঁরা।
রাত দখল আন্দোলনের নেত্রী শতাব্দী দাস সংবাদ মাধ্যমকে জানান, “অভয়ার ন্যায় বিচারের দাবিতে ১৪ আগস্টের ঐতিহাসিক রাত থেকে আমরা মেয়ে, ট্রান্স ও ক্যুয়ার মানুষেরা পথে ছিলাম, আমরা আজও আছি আর থাকব। আমরা আমাদের দাবি আদায় করতে আগামী ১৬ জানুয়ারি, ২০২৫ রানি রাসমণি রোডে অবস্থান করব ও নবান্নতে ডেপুটেশন জমা দেব। আমরা আবেদন করছি ওইদিন নবান্ন অভিযানে বাংলার সব মেয়ে-ট্রান্স-ক্যুয়ার মানুষরা আসুক।” তিনি আরও জানান, “এই অবস্থানে রাজনৈতিক দলের মহিলারা আসতে পারেন। কিন্তু আমাদের সবাইকে দলীয় পতাকা ছাড়া এই কর্মসূচিতে আসতে হবে”।
প্রসঙ্গত আর জি কর কাণ্ডের আজ ৫ মাসের বেশি হয়ে গিয়েছে কিন্তু কোনও সুবিচার মেলেনি এখনও। বারংবার সিবিআই এর তদন্তের ওপর উঠে এসেছে একাধিক প্রশ্ন। এবার সুবিচারের দাবিতে নতুন পন্থা অবলম্বন করবেন আন্দোলনকারীরা। এবার ‘মিসড কল’ আন্দোলনের পথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ১৮০০-১২১২-৯১৬ এই নম্বরে মিসড কল দিয়ে সকলকে আন্দোলনের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
এমনকি ওই পোস্টে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। এরই পাশাপাশি এবার ফের একবার নবান্ন আন্দোলনের ডাক দিলেন রাত দখলকারীরা। এই আন্দোলননের ফলাফল নিয়ে আশাবাদী আন্দোলনকারীরা। কিন্তু এর ফলাফল কতটা ভাল হবে তা নিয়ে সংশয় রয়েছে।