কলকাতা

দ্বিতীয় দফায় ২৭২ কোম্পানি বাহিনী, ভাগ্য পরীক্ষা হবে ৪৭ জন প্রার্থীর

272 company forces in the second phase

The Truth of Bengal: দ্বিতীয় দফার ভোটে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং এই  তিনটি লোকসভাতেই নিরাপত্তার ঘেরাটোপ, মোড়া থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ দিয়ে। থাকছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ওয়েব কাস্টিং হবে ৫২৯৮ টি বুথ অথাৎ সব বুথেই। প্রথম দফার মতই দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ নির্বাচন করাতে প্রস্তুত নির্বাচন কমিশন। আগামী ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ভোটগ্রহণ হবে দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। নির্বাচন কমিশন এই তিন কেন্দ্রে নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। দ্বিতীয় দফায় মোট বুথের সংখ্যা ৫২৯৮ টি।

দ্বিতীয় দফায় থাকছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

দার্জিলিং লোকসভা কেন্দ্রে থাকছে ৮৮ কোম্পানি

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে থাকবে ১১১ কোম্পানি

বালুরঘাট লোকসভা কেন্দ্রে থাকছে ৭৩ কোম্পানি

দ্বিতীয় দফায় মোট ১২হাজার ৯৮৩ রাজ্য পুলিশ থাকছে

দ্বিতীয় দফায় থাকছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভাগ্য পরীক্ষা হতে চলেছে ৪৭ জন প্রার্থীর। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৪ জন।  রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী ২০ জন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ১৩ জন প্রার্থী। দ্বিতীয় দফার ভোটে মাইক্রো অবজার্ভার থাকছেন ৪৯৬ জন।  এর মধ্যে দার্জিলিঙে ২০২,রায়গঞ্জে ১৬৯ এবং বালুরঘাটে ১২৫ জন।

এক নজরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ কেন্দ্র

লোকসভা কেন্দ্র পোলিং স্টেশন ক্রিটিক্যাল বুথ

দার্জিলিং-  ১৯৯৯  ৩৬৭

রায়গঞ্জ –   ১৭৩০  ২৩৬

বালুরঘাট-  ১৫৬৯   ২৬৩

দ্বিতীয় দফায় তিনটি লোকসভা কেন্দ্রে মোট ক্রিটিকাল বুথের সংখ্যা ৮৬৬ টি। ওয়েব কাস্টিং হবে ৫২৯৮ টি বুথ অথাৎ সব বুথেই। বৃহস্পতিবার বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশও। প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিমকে। প্রথম দফার মতই দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ নির্বাচন করাতে প্রস্তুত নির্বাচন কমিশন।

Related Articles