
The Truth of Bengal: ১৭৭৪ সালের ৩১ মার্চ। বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের হাত ধরে যাত্রা শুরু। প্রথমে ফোর্ট উইলিয়ামে যাত্রা শুরু হয়েছিল কলকাতা জেনারেল পোস্ট অফিসের। সেই যে যাত্রা শুরু তা আজাও অব্যাহত। দেখতে দেখতে কেটে গিয়েছে ২৫০ বছর। ডিজিটাল যুগে দাঁড়িয়ে থাকা আজকের সমাজের কাছে অনেক গুরুত্ব কমেছে ডাক বিভাগের। তাও অস্বীকার করা যায় এই ডাক বিভাগের। কলকাতা জেনারেল পোস্ট অফিসের ২৫০ বছরের পূর্তি উপলক্ষে প্রকাশিত হল বিশেষ লোগো। আগামী ৩১ মার্চ ২৫০ বছরের পূর্তি হচ্ছে কলকাতা জিপিও-র। তার আগে নয়া লোগো উন্মোচন। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার, সিকিম এবং উত্তরবঙ্গের পোস্টমাস্টার জেনারেল অখিলেশ কুমার পাণ্ডে, দক্ষিণবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল এসএস কুজুর সহ বিশিষ্টজনেরা।
২৫০ বছরের এই যাত্রায় বহু বাধা এসেছে কলকাতা জিপিও-র সামনে। অনেকবার বদল হয়েছে অফিসের ঠিকানা। এখন আর সেভাবে চিঠির চল না থাকলেও মানি অর্ডার থেকে পার্সেল পৌঁছে দেওয়া, বিভিন্ন বিমা করানো, কেন্দ্রের বিভিন্ন পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কলকাতা জিপিও। যুগের সঙ্গে ডাকবিভাগকেও ডিজিটাল করে তোলা হয়েছে।
কলকাতা জেনারেল পোস্ট অফিসের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪ থেকে ১৯ মার্চ আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। চলন্ত ট্রামে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। জলপথে হাওড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে উন্মোচন করা হবে ‘বঙ্গতরী’ নামে বিশেষ ডাকটিকিট। তার আগে কলকাতা জেনারেল পোস্ট অফিসের ২৫০ বছর উপলক্ষে যে বিশেষ লোগো এদিন উন্মোচিত হয়েছে, তাতে তুলে ধরা হয়েছে জিপিও অফিস এবং ঐতিহাসিক হাওড়া ব্রিজকে।