কলকাতা

ডেঙ্গি মোকাবিলায় বরাদ্দ ২০কোটি টাকা

20 crore allocated for combating dengue

The Truth of Bengal: ডেঙ্গির মতো মশাবাহিত রোগ মোকাবিলায় তত্পর রাজ্য সরকার।এবার কীটনাশকও অন্যান্য দ্রব্য কেনার জন্য বরাদ্দ করা হল ২০ কোটি টাকা। সেই মর্মে নির্দেশও জারি করা হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে।এবছর তুলনামূলকভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম হলেও দীর্ঘমেয়াদি রোগ মোকাবিলায় নেওয়া হচ্ছে  বিশেষ পরিকল্পনা।আশা করা হচ্ছে,শহরাঞ্চলের মানুষ আগের তুলনায় স্বস্তি পাবেন,ডেঙ্গি জ্বর থেকে।

আগের তুলনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটা কমেছে। রাজ্য সরকার ও পুরসভাগুলো সুসমন্বয় গড়ে রোগ মোকাবিলায় আলাদা ব্যবস্থা নিয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ডেঙ্গির প্রকোপ কমাতে সচেতনতায় জোর দিয়েছেন।তিনি লাগাতার প্রচার করছেন।শহরবাসীর মধ্যে জমাজল,ডাবের খোলা,টায়ার ফেলে রাখার প্রবণতা কমানোর জন্য আবেদন করেছেন।তবুও কিছু মহলে সচেতনতার অভাব থাকায় রোগ নির্মূল করা যাচ্ছে না। জনসচেতনতার মাধ্যমেই যে জনস্বাস্থ্যের উন্নতি করা যাবে তা বারবার বার্তা দিয়েছেন প্রশাসনের কর্তারাও।তবুও কিছু মানুষের হেলদোল নেই।তাই বর্ষার মাঝে ডেঙ্গির প্রকোপ কমাতে এগিয়ে এল রাজ্যের স্বাস্থ্য দফতর। উল্লেখ্য,৪ বছর আগে  প্রচণ্ড দাবদাহে যেখাবে ডেঙ্গির কথা কেউ ভাবতে পারতেন না। এখন তার উল্টো ছবি দেখা যাচ্ছে।এবার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, তারপর ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে ডেঙ্গির প্রকোপ বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ১৬টি জেলায় ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তার মধ্যে মালদা শীর্ষে। ডেঙ্গির এই বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষজন।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভয় দিচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। রোগটা বিক্ষিপ্তভাবে এখন প্রায় সারা বছরই হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মোট আক্রান্তের সংখ্যা ১১২১, সেটা ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত সময় নিয়ে। তার মধ্যে শুধুমাত্র মালদা ছাড়া বাকি ১৫ জেলাই দক্ষিণবঙ্গের। ডেঙ্গিতে সংক্রামিতের সংখ্যা ১০০ ছাড়ানো চার জেলার মধ্যে মালদা ছাড়া বাকি সব জেলাই দক্ষিণবঙ্গের। ডেঙ্গির এই পরিসংখ্যান মিলেছে বলেই নতুন করে ভাবনা শুরু হয়েছে। মশার উপদ্রব সব জেলাতেই আছে। সেখানে কাউকে কামড়ালে ডেঙ্গি হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে সারা বছর লক্ষাধিক মানুষ আক্রান্ত হন ডেঙ্গি রোগে।

অন্যদিকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৪। সেটাই এই কয়েক মাসে ১১২১ সংখ্যায পৌঁছেছে। শীর্ষস্থানে পৌঁছেছে মালদা (১৫৩)। আর উত্তর ২৪ পরগনা (১৪২), মুর্শিদাবাদ (১৩৫) এবং হুগলি (১২৬)। কলকাতা রয়েছে অবশ্য পঞ্চম স্থানে (৯৬)। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬৮ ও ৩৬। ডেঙ্গু দমনে অর্থ বরাদ্দ রাজ্য সরকারের… কীটনাশক ও অন্যান্য দ্রব্য কেনার জন্য অর্থ বরাদ্দ… কুড়ি কোটি টাকার ওপরে বরাদ্ধ করলো স্বাস্থ্য দপ্তর… এই মর্মে নির্দেশিকা জারি.. রাজ্যের মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন লিমিটেড আর্থিক অনুমোদন

Related Articles