কলকাতা

চিড়িয়াখানাকে পিছিয়ে দিয়ে বছরের প্রথমদিনে প্রথম ইকো পার্ক!

1st January public gathering in famous tourist spots in Kolkata

The Truth of Bengal: শীতের মরসুমে ছুটির দিনে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়ে ভিড়। এখন কলকাতায় নতুন অনেক দেখার জিনিস হয়েছে। তবে বয়সে নবীন হলেও অন্য জায়গাগুলিকে কয়েক গল দিয়ে শীর্ষস্থান ধরে রাখল ইকো পার্ক। বিস্তৃত এলাকা, সঙ্গে দেখার জিনিস আছে অনেক কিছু। তাই অন্য সব জায়গার থেকে ইকো পার্কে ভিড় সবচেয়ে বেশি ছিল। বছরের শেষদিন দর্শক টানার প্রতিযোগিতায় এগিয়ে ছিল আলিপুর চিড়িয়াখানা। বড়দিনেও ইকো পার্ককে পেছনে ফেলে দেয়। তবে সেই রেকর্ড ধরে রাখতে পারল না চিড়িয়াখানা।

বছরের প্রথমদিন কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইকো পার্ক। বছরের প্রথম দিন ৯১ হাজার ৩৯৭ জন দর্শক টেনে রেকর্ড গড়েছে। কাছাকাছি ছিল আলিপুর চিড়িয়াখানা। এদিন সেখানে আসেন ৮৪ হাজার ৮০০ দর্শক, ভিক্টোরিয়ায় আসেন ৪১ হাজার ৪৩৮ জন দর্শক, সায়েন্স সিটিতে ভিড় জমান ৩২ হাজার ৫৯৫ দর্শক, ভারতীয় জাদুঘরে আসেন ৬৫৫২ জন দর্শক, নিকো পার্কে আসেন মোট ১০ হাজার দর্শক এবং নিউটাউনের মিনি চিড়িয়াখানায় আসেন ৭ হাজার ৯৫ জন।

বছরের প্রথম দিন সকাল থেকেই হালকা শীতের আমেজ গায়ে মেখে শহরের দর্শনীয়স্থানগুলি দেখতে বেরিয়ে পড়ে মানুষ। ইকো পার্কে বাহারি ফুলের বাগান, সপ্তম আশ্চর্য, বোটিং থেকে টয় ট্রেন কিংবা সাইকেল ছাড়াও বিনোদনের নানারকম ব্যবস্থা থাকায় ভিড় টানায় এগিয়ে ছিল ইকো পার্ক। উৎসবমুখর মানুষের ভিড়ে সারাদিন গমগম করে নিউটাউনের এই দর্শনীয়স্থান।

Free Access

 

Related Articles