lok sabha election 2024: বড় ঘোষণা কমিশনের, বাড়িতে বসেই দিতে পারবেন ভোট
lok sabha election 2024: 18th Lok Sabha election date announced

The Truth of Bengal: ১৮তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা, নির্ঘন্ট ঘোষণা নির্বাচন কমিশনের এবারে ভোটারের সংখ্যা প্রায় ৯৭ কোটি। ভোটদান কেন্দ্রের সংখ্যা সাড়ে ১০ লক্ষের বেশি। এবার ১ কোটি ৮২ লক্ষ নতুন ভোটার। ১৮-৩০ মধ্যে ভোটার সাড়ে ২১ কোটি।
এবারের ভোটে ৪৭ কোটি ১০ লক্ষ মহিলা ভোটার, এবারের ভোটে পুরুষ ভোটার ৪৯ কোটি৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৮২ লক্ষ বিশেষভাবে সক্ষম, ৮২ বছরের ঊর্ধ্বদের বাড়ি থেকে ভোটের সুবিধা। মোট লোকসভা কেন্দ্র ৫৪৩ টি দেশজুড়ে ভোটের জন্য ৫৫ লক্ষ EVM। ভোটে সন্ত্রাসের কোনও জায়গা থাকবে নাঅভিযোগ পেলেই কড়া পদক্ষেপ কমিশন পক্ষ থেকে।
হিংসা হলে কড়া পদক্ষেপ করুক জেলা প্রশাসনএক জায়গায় ৩ বছর আধিকারিক থাকলে বদলি। ভোটের কাজে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার নয়। কমিশন টেলিভিশন ও সোস্যাল মিডিয়ায় বিশেষ নজরদারি। ভোট শুরু এপ্রিল থেকে। ভোট শেষ হবে এপ্রিল, ভোটের ফল ঘোষণা এপ্রিল। আজ থেকেই চালু আদর্শ আচরণ বিধি।
হিংসা হলে কড়া পদক্ষেপ করুক জেলা প্রশাসন এক জায়গায় ৩ বছর আধিকারিক থাকলে বদলি। ভোটের কাজে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার নয়। টেলিভিশন ও সোস্যাল মিডিয়ায় বিশেষ নজরদারি। ভোটারদের টোপ দিলেই কড়া ব্যবস্থা। ভুয়ো খবর ছড়ালে কড়া পদক্ষেপ। কোনও অভিযোগ জানাতে পারবেন ১৯৫০ নম্বরে। অভিযোগের ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা।