আরও ৩ প্ল্যাটফর্মে ১২ কামরার ট্রেন,স্বাচ্ছন্দ্য বাড়াতে তৎপর রেল প্রশাসন
12-room train on 3 more platforms, railway administration active to increase comfort

The Truth of Bengal: শিয়ালদার ১,২ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছে ১২কামরার লোকাল ট্রেন। শনিবার থেকে ৩টি প্ল্যাটফর্মে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। কয়েকদিনের মধ্যে ৩ এবং ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে আরও ২টি প্ল্যাটফর্ম থেকে ১২কোচের লোকাল ট্রেন চালু সম্ভব হবে বলে রেল প্রশাসনের কর্তারা বলছেন। ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই গুরুত্বপূর্ণ স্টেশন দিয়ে যাতায়াত করেন।১২কামরার লোকাল ট্রেন চালুর লক্ষ্য নিয়ে প্ল্যাটফর্মের সংস্কার করা হয়।বন্ধ থাকে বেশকিছু প্ল্যাটফর্ম। যার জন্য প্রচণ্ড গরমে যাত্রীদের ভিড়ে ঠেলাঠেলি করে যাতায়াত করতে হয়।ব্যাহত হয় বেশ কিছু ট্রেনের পরিষেবা। যার জন্য ট্রেন ভাঙচুরের মতো অপ্রীতিকর ঘটনাও সামনে আসে।এবার সেইসবে দাঁড়ি টেনে শিয়ালদার ১,২ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলাচল শুরু হয়েছে লোকাল ট্রেন।রেল সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনে প্রতি দিন ৮৯২টির কাছে লোকাল ট্রেন চলাচল করে।
প্লাটফর্মের দৈর্ঘ্য কম থাকার জন্য শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত ১২ বগির ট্রেন চালানো যেত না।আগে শুধু ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কামরার লোকাল ট্রেন চলত।শিয়ালদা দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে ১২বগির করে দেওয়া হলেও বাকি ২ বিভাগে ১২কোচের ট্রেন চালানো সম্ভব ছিল না।সেই সম্ভাবনা তৈরি করতে এগিয়ে এসেছে রেল প্রশাসন।ট্রেন।শনিবার থেকে ৩টি প্ল্যাটফর্মে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। রেলের তরফে প্রচার করা হয়,টুডেজ পেন,টু মরোর গেইন।এখন সেটাই সার্থক রূপ পাওয়ায় নিত্যযাত্রীরা বেজায় খুশি।তাঁরা চাইছেন রেলযাত্রাকে আরামদায়ক করতে এগিয়ে আসুক রেলমন্ত্রক।ব্যস্ততম স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ করা হলে তা বাস্তবোচিত হবে বলে আশা অনেকের।
৯ কোচের ট্রেনে বিধাননগর ও দমদম স্টেশন থেকে যাত্রীদের উঠতে অনেক অসুবিধা হতো, তবে ১২ কোচের ট্রেন চালু হওয়ার ফলে তাদের উঠতে এবং বসতে সুবিধা হয়েছে। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, তারা এই পরিবর্তনে খুবই খুশি এবং সন্তুষ্ট। এছাড়াও, ৯ কোচের ট্রেনের থেকে ১২ কোচের ট্রেনে সিট সংখ্যা ২৫ % বেশি হওয়ায় যাত্রীদের যাতায়াতে আরও সুবিধা হবে। কয়েকদিনের মধ্যে ৩ এবং ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।সেক্ষেত্রে আরও ২টি প্ল্যাটফর্ম থেকে ১২কোচের লোকাল ট্রেন চালু সম্ভব হবে বলে রেল প্রশাসনের কর্তারা বলছেন। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘পূর্ব রেল বিশ্বাসযোগ্য এবং যাত্রী-বন্ধু পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ১, ২ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কামরার ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীরা আরও সুবিধাজনক এবং নিরাপদ ভাবে যাত্রা করতে পারবেন।’’