কলকাতারাজ্যের খবর

চেন্নাই থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার ‘শাহাদাত’ মডিউলের আরও ১ জঙ্গি

1 more militant of 'Shahadat' module arrested by Bengal STF from Chennai

The Truth Of Bengal :  চেন্নাই থেকে গ্রেফতার বাংলাদেশী জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের আরও এক জঙ্গি আনোয়ার শেখ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা আনোয়ার শেখকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত জঙ্গি চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। এই নিয়ে ‘শাহাদাত’ জঙ্গি সন্দেহে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।

বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ধৃত আনোয়ার শেখ চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি জঙ্গি কার্যকলাপে নিযুক্ত ছিল। আনোয়ারের খোঁজে তল্লাশি শুরু করে স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। সে ভিনরাজ্যে যুবকদের মগজ ধোলাইয়ের কাজ করত বলেও প্রাথমিক ভাবে অনুমান গোয়েন্দাদের। তাকে ট্রানজিট রিমান্ডে চেন্নাই থেকে কলকাতা নিয়ে আসে বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতের ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে এসটিএফ আধিকারিকরা জানতে পেরেছেন মঙ্গলকোটের বাসিন্দা আনোয়ার, আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য ও মুহাম্মদ হাবিবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী।

উল্লেখ্য, জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার অপরাধে প্রথমে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে মুহাম্মদ হাবিবুল্লা নামে একজনকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। হাবিবুল্লাকে গ্রেফতার করার পর থেকেই পলাতক ছিল আনোয়ার। রাজ্যপুলিশের এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি ‘শাহাদাত’ নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে বাংলায়। প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা আছে। কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছিল শাহাদাত জঙ্গি সংগঠনের আরও দু’জন সদস্যকে। কাঁকসার পানাগড়ের মীর পাড়ার হাবিবুল্লাহ ছাড়াও হাওড়া থেকে গ্রেফতার হয় নদিয়ার নবদ্বীপের হারেজ শেখ। এবার হাবিবুল্লাহর অন্যতম প্রধান সঙ্গী আনোয়ার গ্রেফতার হওয়ার গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩।

Related Articles