কলকাতা

খাস কলকাতায় বিস্ফোরণ, উড়ল কাগজ কুড়ানির হাত

1 injured at taltala as bomb blast

Truth Of Bengal, Barsa Sahoo : খাস কলকাতায় ভরদুপুরে বিস্ফোরণ। ঘটনায় হাত উড়ে গিয়েছে কাগজ কুড়ানি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ব্যস্ততম কলকাতায় রাস্তার মধ্যে কিভাবে বোমা এল তাই নিয়ে শুরু জল্পনা।

পুলিশ সূত্রে খবর, খাস কলকাতার তালতলার রাস্তায় হঠাৎ ভয়াবহ দুর্ঘটনা। আহত ব্যক্তির নাম বাপি দাস। বয়স ৫৮। তিনি ভবঘুরে। বিশেষ কোন পেশার সাথে যুক্ত নন। কাগজ কুড়িয়ে চলে পেট। বেশ কয়েকদিন ধরেই এস এন ব্যানার্জি রোডের ফুটপাত সংলগ্ন এলাকায় থাকতেন তিনি। এদিন পৌনে দুটো নাগাদ এস এস ব্যানার্জি রোড সংলগ্ন এলাকায় কাগজ কুড়োচ্ছিলেন। সেখানে একটি বস্তায় হাত দিতেই বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তালতলা থানার ওসি। এসে জখমকে উদ্ধার করেন। আহতকে এনআরএস হাসপাতালে পাঠানো হয়। তাঁর ডান হাতের কবজি উড়ে গিয়েছে বলেই খবর। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।  ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। তারা এসে ওই ঘটনাস্থল খতিয়ে দেখেন। যান চলাচল আটকে দেওয়া হয়। তল্লাশির পর আর কিছুই পায়নি বম্ব স্কোয়াড। তার পর যান চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়। তবে ব্যস্ততম কলকাতায় রাস্তার মধ্যে কিভাবে বোমা এল তাই নিয়ে শুরু জল্পনা।

Related Articles