কলকাতা

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং লিখলেন মমতা, গাইবেন অরিজিৎ!

 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি শেষ। আগামী ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। ২৩টি প্রেক্ষাগৃহে ২১৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সলমন খান, অনিল কপূর, কমল হাসন, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেশ ভট্টের।

উৎসবের থিম সং গেয়েছেন অরিজিৎ সিংহ। এই প্রথম অরিজিৎ কোনও উৎসবের থিম সং গেয়েছেন।

উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী বলেন, “এই উৎসব কলকাতার চলচ্চিত্র জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমরা আশা করি এবারের উৎসবও সফল হবে।” রাজ্য মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ক্রমশই আরও উন্নত হচ্ছে। এই উৎসবের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রপ্রেমীরা একত্রিত হন।”

Related Articles