রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রস্তুতকারক সংস্থায় নিয়োগ, জেনে নিন আবেদনের নিয়ম
State-owned energy manufacturing company recruitment, know the application rules

Truth Of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রস্তুতকারক সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসিএল) পূর্বাঞ্চলের জন্য টেকনিশিয়ান অ্যাপ্রেনটিশ, ট্রেড অ্যাপ্রেনটিশ ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিশ নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩৮২। টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে টেকনিশিয়ান অ্যাপ্রেনটিশ, ট্রেড অ্যাপ্রেনটিশ ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিশ নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়োগ করা হবে।
কীভাবে করবেন আবেদন
১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিশদ তথ্যের জন্য নজর রাখুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটের দিকে। চাকরিপ্রার্থীদের NAPS/NATS পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রার করতে হবে। মেধার ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। ২০২০ সালের ১ এপ্রিলের থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে ট্রেড অ্যাপ্রেনটিশ কোর্স সম্পূর্ণ করতে হবে। ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে টেকনিশিয়ান ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিশ কোর্স সম্পূর্ণ করতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের নথিপত্র যাচাই ও শারীরিক পরীক্ষা করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। ১৯৬১ সালের অ্যাপ্রেনটিশ আইন অনুযায়ী মাসে স্টাইপেন্ড মিলবে। টেকনিশিয়ান অ্যাপ্রেনটিশ পদে আবেদনকারীকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে। ট্রেড অ্যাপ্রেনটিশ পদে আবেদনকারীকে আইটিআই পাশ করতে হবে। স্নাতক অ্যাপ্রেনটিশ পদে আবেদনকারীকে স্নাতক হতে হবে।