চাকরি

আইআইটি খড়গপুরে গবেষণার সুযোগ, কোন বিভাগে কত শূন্যপদ, কীভাবে করবেন আবেদন

Research opportunities in IIT Kharagpur, how many vacancies in which department, how to apply

The Truth Of Bengal :  চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে গবেষণার সুযোগ। এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র রিসার্চ ফেলোশিপ- রিসার্চ পদে নিয়োগ করা হবে। ২টি বিভাগেই শূন্যপদ একটি করে। ১৫ মে’র মধ্যে আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইট “www.erp.iitkgp.ac.in” এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে অনলাইনে আবেদন করতে হবে ১৩ মে’র মধ্যে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের বিটেক/বিই/এমসিএ ডিগ্রি থাকতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের কেমিক্যাল/মেকানিক্যাল/বায়োমেডিক্যাল/ফার্মাসিউটিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে
বিটেক/বিই/এমই/এমটেক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

Related Articles