চাকরি

Webel এ ডেটা এন্ট্রি অপারেটর ও সফটওয়্যার ডেভেলপার নিয়োগ

Recuirtmemt News

The Truth of Bengal, Mou Basu:  চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের অধীনস্থ Webel Technology Limited (WTL)-এ ডেটা এন্ট্রি অপারেটর ও সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৭টি। চুক্তিভিত্তিক নিয়োগ। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। অনলাইনে ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

career@wtl.co.in ইমেইল আইডিতে অনলাইনে আবেদন পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। স্থায়ী বা অস্থায়ী ভাবে কেউ চাকরি করে থাকলে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর কাছ থেকে ইন্টারভিউয়ের সময় এনওসি চাওয়া হতে পারে। ইন্টারভিউয়ের সময় কোনো চাকরিপ্রার্থীর দেওয়া তথ্য যদি দেখা যায় ভুল দেওয়া হয়েছে। সেই চাকরিপ্রার্থীর আবেদন বাতিল করা হবে। চাকরিপ্রার্থীদের নিজেদের সঠিক ইমেইল আইডি দিতে হবে। কল লেটার ইমেইল আইডি মারফত পাঠানো হবে। আবেদনপত্রে কোনো রকম কাটাকুটি করা চলবে না। নাহলে আবেদন খারিজ করা হবে। আরো বিশদ তথ্য জানতে নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট “www.wtl.co.in”-র দিকে।

 

চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী –

১) পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর। মোট শূন্যপদ ৩টি।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকতে হবে।

২০২৩ সালের ৩১ আগস্টের মধ্যে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারনেট, মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বেতন: মাসে ২৫ হাজার টাকা।

২ বছরের জন্য চুক্তি। কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে পরে মেয়াদ বাড়ানো হবে।

২) পদের নাম সিনিয়র সফটওয়্যার ডেভেলপার

মোট শূন্যপদ: ২টি

বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: এমসিএ’তে প্রথম শ্রেণি অথবা বিই/বিটেক/কম্পিউটার সায়েন্স বা আইটিতে এমএসসিতে প্রথম শ্রেণি

চাকরির অভিজ্ঞতা: ASP.NET & SQL Server নিয়ে অনলাইন সিস্টেম ডেভেলপমেন্টে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও ASP.NET 4.5 বা হায়ার ভার্সন, MS SQL Server 2014 বা হায়ার ভার্সন, CSS, Bootstrap, JQuery, Java Script নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসে ৭৫ হাজার টাকা।

চুক্তির মেয়াদ ১ বছরের।

৩) পদের নাম সিনিয়র সফটওয়্যার ডেভেলপার

মোট শূন্যপদ: ১টি

বয়সসীমা সর্বোচ্চ ৩৬ বছর।

শিক্ষাগত যোগ্যতা: এআইসিটিই দ্বারা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ বছরের পূর্ণ সময়ের বিই বা বিটেক অথবা পূর্ণ সময়ের এমসিএ।

কাজের অভিজ্ঞতা: সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডক্যুমেন্টেশন আর ওয়েব বেসড আইটি অ্যাপ্লিকেশন নিয়ে কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও. NET, ASP.NET, ADO.NET, stored procedures, C#, RDBMS: MS SQL./ Postgre, SQL./MySQL আর LINUX বা Windows অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আরো বিশদ তথ্য জানতে নজর রাখুন চাকরির বিজ্ঞপ্তিতে।

চুক্তির মেয়াদ: ২ বছরের। পরে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে।

৪) পদের নাম সিনিয়র সফটওয়্যার ডেভেলপার

মোট শূন্যপদ: ১টি

বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটিতে প্রথম শ্রেণিতে বিই বা বিটেক  অথবা এমসিএ’তে প্রথম শ্রেণি অথবা আইটি/কম্পিউটার সায়েন্সে এমএসসিতে প্রথম শ্রেণিতে

কাজের অভিজ্ঞতা: ওয়েব বেসড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা। এছাড়াও XML, HTML, HTML5, CSS, VBScript, ASP, ASP.NET, Java, JavaScript, J-Query, Angular JS, Node JS, SQL Server, MVC, RDBMS: PosrGre SQL এর মতো ওয়েব টেকনোলজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসে ৭৫ হাজার টাকা।

চুক্তির মেয়াদ: ২ বছরের

অফিশিয়াল বিজ্ঞপ্তি: https://www.wtl.co.in/pdfs/Engagement_of_Software_Development_Personnel_and_DEO.pdf

Related Articles