চাকরি

রামপুরহাট মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ

Job news

The Truth of Bengal,Mou Basu: লালমাটির দেশ বীরভূমের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবরেটরিতে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হবে। রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজের ব্লাড সেন্টারে নিয়োগ করা হবে। শূন্যপদ একটিই। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি।
স্বাস্থ্য দফতরের স্পেশাল সেক্রেটারির তরফে জারি করা চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা করে।
শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। রাজ্যের স্বাস্থ্য দফতর, এআইসিটিই বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। প্যারা মেডিকেল কাউন্সিলের রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক ভাবে থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার প্রোগ্রাম বিশেষ করে এমএস অফিস চালানোয় দক্ষতা থাকতে হবে।
চাকরির অভিজ্ঞতা: ডিগ্রিধারীদের ন্যূনতম ২ বছর আর ডিপ্লোমাধারীদের ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্লাড ব্যাঙ্কে ন্যূনতম ৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।

কীভাবে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে: ৩ ধাপে অর্থাৎ লিখিত পরীক্ষা, প্র্যাক্টিক্যাল ও কম্পিউটার পরীক্ষা আর ফিজিক্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। রিপোর্টিং টাইম সকাল সাড়ে ৯টায়। ওইদিনই দুপুর ২টো থেকে প্র্যাক্টিক্যাল ও কম্পিউটার পরীক্ষা আর ইন্টারভিউ নেওয়া হবে। ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে ৩১ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৩ দিনের মধ্যে চূড়ান্ত বাছাই করা চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

অফিশিয়াল ওয়েবসাইট “www.rampurhatgmch.edu.in” মারফত ১৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। নির্দিষ্ট আবেদনের ফরম্যাট ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ২০০ টাকা করে আর তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি চাকরিপ্রার্থীদের ১০০ টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে। পরীক্ষার দিন আসল নথিপত্র, অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের প্রতিলিপি, সেলফ অ্যাটেসটেড করা নিজের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। নথিপত্র যাচাইয়ের পর্ব চলবে ১৬-২২ জানুয়ারি।

Related Articles