রাঢ়বঙ্গের জেলায় জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে ৪০ শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন
Recruitment for 40 vacancies in Rahbang district, how to apply

Truth of Bengal,মৌ বসু: রাঢ়বঙ্গের জেলা লালমাটির দেশ বীরভূম। সেখানকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বীরভূম জেলার অতিরিক্ত জেলাশাসক ও জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে ৪০টি শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন চেয়ে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ৩ বছরের মেয়াদে চুক্তিভিত্তিক চাকরি। মাসে বেতন মিলবে ১১ হাজার টাকা করে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে ন্যূনতম স্নাতক হতে হবে।
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বিশেষ করে এমএস অফিস, এমএস ওয়ার্ড ও এক্সেল ব্যবহার জানতে হবে। বয়স হতে হবে ২০১৪ সালের ১ নভেম্বরের নিরিখে ২১-৪৫ বছরের মধ্যে। অনলাইনে বীরভূম জেলার অফিশিয়াল ওয়েবসাইট (https://birbhum.gov.in) মারফত ১৪-৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। ৩০ নম্বরের লিখিত পরীক্ষা, ১০ নম্বরের প্র্যাক্টিক্যাল কম্পিউটার পরীক্ষা আর ১০ নম্বরের ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থী বাছাই করা হবে।