শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ ফর উইমেনে অধ্যক্ষ নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
Principal recruitment at Shyama Prasad Mukherjee College for Women, how to apply

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ ফর উইমেনে অধ্যক্ষ নিয়োগ করা হবে। অনলাইনে কলেজের অফিশিয়াল ওয়েবসাইট “www.spm.du.ac.in” মারফত আবেদন করতে হবে। ৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে দরখাস্ত পাঠাতে হবে।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, আবেদনকারীর পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়, কলেজ বা উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানে ন্যূনতম ১৫ বছর অধ্যাপক বা সহযোগী অধ্যাপক হিসাবে পড়ানো বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। Peer reviewed / UGC listed জার্নালে ন্যূনতম ১০টি গবেষণাপত্র প্রকাশ করতে হবে। ন্যূনতম ১১০ রিসার্চ স্কোর থাকা আবশ্যক। অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং মারফত ২ হাজার টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।
অনলাইনে কলেজের অফিশিয়াল ওয়েবসাইট “www.spm.du.ac.in” ক্লিক করুন। তারপর rec3.uod.ac.in অনলাইন লিঙ্ক মারফত অনলাইনে আবেদন করতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। তখন বৈধ সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট), পরীক্ষার মার্কশিট ও শংসাপত্রের আসল ও সেলফ অ্যাটেসটেড প্রতিলিপি, কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্রের প্রমাণপত্রের প্রতিলিপি জমা দিতে হবে।