চাকরি

কলকাতা পুলিশে ৩০৯ শূন্যপদে সাব ইনস্পেকটর ও সার্জেন্ট নিয়োগ

Kolkata Police Recuirtment

The Truth of Bengal, Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুলিশে সাব ইনস্পেকটর ও সার্জেন্ট পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের যে কোনো অঞ্চলের বাসিন্দা যে কোনো ভারতীয় নাগরিক চাকরির আবেদন করতে পারবেন। ৩০৯টি শূন্যপদের জন্য চাকরিপ্রার্থীরা রাজ্য পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (https://wbpolice.gov.in), কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (www.kolkatapolice.gov.in) ও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (https://prb.wb.gov.in) এ বিশদতথ্যের জন্য নজর রাখুন। নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে, চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হলে ক্লিক করুন এই লিঙ্কে—https://wbprb.applythrunet.co.in/

চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী –

মোট শূন্যপদ: ৩০৯টি।
(কলকাতা পুলিশের আনআর্মাড শাখায় সাব-ইনস্পেক্টর পদে শূন্যপদ ২১২, সাব-ইনস্পেকট্রেস পদে শূন্যপদ ২৭, আর্মড শাখায় সাব-ইনস্পেক্টর পদে শূন্যপদ ৩৪ ও সার্জেন্ট পদে শূন্যপদ ৩৬।

অনলাইনে আবেদন করার সময় আবেদনপত্র ঠিকমতো পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর প্রাপ্ত শংসাপত্র ডাউনলোড করে নিতে হবে।
তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না। শুধু প্রসেসিং ফি বাবদ ২০ টাকা জমা করতে হবে। জেনারেল ক্যাটাগরি-সহ অন্য জাতিভুক্ত চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য বাবদ ২৫০ টাকা আর প্রসেসিং ফি বাবদ ২০ টাকা, মানে মোট ২৭০ টাকা জমা দিতে হবে। ডেবিট বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ই-ওয়ালেটের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।

নিয়োগ পদ্ধতি: ৩টি ধাপে পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এসএমএস বা ইমেইল মারফত পরীক্ষার নির্দিষ্ট সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে।

শারীরিক মাপকাঠি কী কী-

কলকাতা পুলিশে সাব ইনস্পেকটর (আন আর্মড শাখা)
গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীরা ছাড়া যে কোনো চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে (উচ্চতা ১৬৭ সেন্টিমিটার, ছাতির মাপ ৭৯ সেন্টিমিটার, ওজন ৫৬ কেজি)
গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে (উচ্চতা ১৬০ সেন্টিমিটার, ছাতি ৭৬ সেন্টিমিটার, ওজন ৫২ কেজি)

কলকাতা পুলিশে সাব ইনস্পেকট্রেস (আন আর্মড শাখা)
গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীরা ছাড়া যে কোনো চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে (উচ্চতা ১৬০ সেন্টিমিটার, ওজন ৪৯ কেজি)।
গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে (উচ্চতা ১৫৫ সেন্টিমিটার, ওজন ৪৫ কেজি)

কলকাতা পুলিশের সার্জেন্ট
গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি আর তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীরা ছাড়া যে কোনো চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে (উচ্চতা ১৭৩ সেন্টিমিটার, ছাতি ৮৬ সেন্টিমিটার, ওজন ৬০ কেজি)।
গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি আর তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে (উচ্চতা ১৬৩ সেন্টিমিটার, ছাতি ৮১ সেন্টিমিটার, ওজন ৫৪ কেজি)

কলকাতা পুলিশে সাব ইনস্পেকটর (আন আর্মড শাখা) তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে

গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি, তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীরা ছাড়া যে কোনো চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬২ সেন্টিমিটার, ওজন ৫১ কেজি। গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি ও তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেন্টিমিটার আর ওজন ৪৭ কেজি।

বয়সসীমা: ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী ন্যূনতম ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীরা আরো ৫ বছর বয়সে ছাড় পাবেন। ওবিসি চাকরিপ্রার্থীরা আর তৃতীয় লিঙ্গের প্রার্থীরা বয়সে আরো ৩ বছর ছাড় পাবেন। কলকাতা পুলিশের অন্য বিভাগে কর্মরত কোনো কর্মী প্রয়োজনীয় যোগ্যতা থাকলে ৩৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত কলকাতা পুলিশের কোনো কর্মী বয়সে আরো ৫ বছর আর ওবিসিভুক্ত কর্মী বয়সে আরো ৩ বছর পর্যন্ত ছাড় পাবেন।
আর্থিক ভাবে দুর্বল প্রার্থীদের ক্ষেত্রে ১০% সংরক্ষণ রয়েছে।
তৃতীয় লিঙ্গের প্রার্থীরা একমাত্র সাব ইনস্পেকটর আন আর্মড শাখার পদের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
বাংলা ভাষায় পড়ার, লেখার ও বলার দক্ষতা থাকতে হবে। তবে এই ক্রাইটেরিয়া প্রযোজ্য হবে না দার্জিলিং আর কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে।

১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে আবেদন করার আগে চাকরিপ্রার্থীদের ভালো করে “Information to Applicants” পড়ে নিতে হবে। ব্যক্তিগত তথ্য ৭ দিনের মধ্যে (২৪ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে) সংশোধন করে নিতে হবে। সংশোধনের জন্য আবেদনপত্রের নম্বর ও রেজিস্টার্ড ফোন নম্বর আর আবেদনপত্রে লেখা জন্ম তারিখ দিতে হবে। ওটিপি নম্বর পাঠানো হবে রেজিস্টার্ড ফোন নম্বরে। সেই ওটিপি নম্বর দিলে তথ্য সংশোধন করা যাবে।

শারীরিক সক্ষমতার যে পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে –

১) আন-আর্মড শাখা ও আর্মড শাখায় সাব ইনস্পেকটর ও সার্জেন্ট পদে আবেদনকারীদের ৩ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড়তে হবে।
২) সাব ইনস্পেকট্রেস পদে আবেদনকারীদের ২ মিনিটের মধ্যে ৪০০ মিটার দৌড়তে হবে।
৩) সাব ইনস্পেকটর পদে আবেদনকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ১ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ৪০০ মিটার দৌড়তে হবে।

শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন না।

২০০ নম্বরের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং ও এরিথমেটিকের ওপর। দেড় ঘণ্টার পরীক্ষা। মাল্টিপল চয়েজের প্রশ্ন আসবে। ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং আছে। লিখিত পরীক্ষায় সফল হলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে ডাকা হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে সফল হলেই ডাকা হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে। ৩টি পরীক্ষায় সফল হলে ডাকা হবে ২০০ নম্বরের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষায়। ৩টি পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপার ১০০ নম্বরের (জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং ও এরিথমেটিক) পরীক্ষা হবে ২ ঘণ্টার। দ্বিতীয় পরীক্ষা হবে ৫০ নম্বরের ইংরেজি পেপারে, এক ঘণ্টার পরীক্ষা হবে। তৃতীয় পেপারে বাংলা /হিন্দি /উর্দু /নেপালি ভাষার পরীক্ষা হবে ৫০ নম্বরের। এক ঘণ্টার পরীক্ষা হবে।

Related Articles