চাকরি

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

Job opportunities in state-owned banks, how to apply? Know the details

Truth Of Bengal: মৌ বসু: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কানাড়া ব্যাঙ্কে ৬০ জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক চাকরি। ২৪ জানুয়ারির মধ্যে কানাড়া ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে। অনলাইন টেস্ট ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাপ্লিকেশন ডেভেলপার, ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর, ক্লাউড সিক্যুরিটি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা মাইনিং এক্সপার্ট, ডেটা সায়েন্টিস্ট, এথিক্যাল হ্যাকার ও ইটিএল স্পেশালিষ্ট পদে নিয়োগ করা হবে। সব পদে বছরে বেতন মিলবে ১৮-২৭ লাখের মধ্যে। অ্যাপ্লিকেশন ডেভেলপার পদে শূন্যপদ ৭। ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর পদে শূন্যপদ ২।

ক্লাউড সিক্যুরিটি অ্যানালিস্ট পদে শূন্যপদ ২। ডেটা অ্যানালিস্ট পদে শূন্যপদ ১। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে শূন্যপদ ৯। কম্পিউটার সায়েন্স বা তথ্যপ্রযুক্তিতে ন্যূনতম ৬০% বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ডেটা ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ২। কম্পিউটার সায়েন্স বা তথ্যপ্রযুক্তিতে ন্যূনতম ৬০% বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ডেটা মাইনিং এক্সপার্ট পদে শূন্যপদ ২।

কম্পিউটার সায়েন্স বা তথ্যপ্রযুক্তিতে ন্যূনতম ৬০% বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ডেটা সায়েন্টিস্ট পদে শূন্যপদ ২। বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এথিক্যাল হ্যাকার পদে শূন্যপদ ১। তথ্যপ্রযুক্তিতে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। এথিক্যাল হ্যাকিংয়ে শংসাপত্র থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ইটিএল স্পেশালিষ্ট পদে শূন্যপদ ২। তথ্যপ্রযুক্তিতে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে।

Related Articles