চাকরি

হুগলির জেলাশাসকের দফতরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন

Job opportunities for retired government employees in the office of the District Magistrate of Hooghly, how to apply

Truth of Bengal: মৌ বসু: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণবঙ্গের জেলা হুগলির জেলাশাসকের দফতরে পিএম-পোশন প্রকল্পের আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চাকরির সুযোগ রয়েছে। ৫ ফেব্রুয়ারি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। এমডিএম কো-অর্ডিনেটর ও অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, এমডিএম কো-অর্ডিনেটর পদে শূন্যপদ ১। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে। অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিক হতে হবে। ৬৫ বছরের মধ্যে বয়স হতে হবে। পিএম পোশন প্রকল্পের কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।

সরকারি দফতরে অ্যাকাউন্টসের কাজে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই পদমর্যাদায় অন্য কোনো সরকারি দফতরে কাজ করলে আবেদন করা যাবে না। স্থানীয় প্রশাসন, সরকারি অধীনস্থ সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং অ-শিক্ষক কর্মচারীরা আবেদন করতে পারবেন না।

কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে

১০ মিনিটের কোয়ালিফাইং টেস্ট এবং ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। ৫ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে হুগলির চুঁচুড়ায় অতিরিক্ত জেলাশাসকের দফতরে (ওল্ড কালেক্টরেট ভবন)-এর দোতলায় অফিস চেম্বারে ইন্টারভিউ হবে। প্রয়োজনীয় নথিপত্র ছাড়াও পেনশন পেমেন্ট অর্ডারের আসল ও সেলফ অ্যাটেসটেড প্রতিলিপি, আধার কার্ড, নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার মধ্যে চুঁচুড়ার নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ৩ তলায় গতিধারা মিটিং হলে রিপোর্ট করতে হবে।

Related Articles