
The Truth of Bengal: মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে মহিলা কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের নাম কমিউনিটি রিসোর্স পার্সন। যে কোনো ভারতীয় নাগরিক চাকরির আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
বয়সসীমা: ২০২৩ সালের ১ অক্টোবরের নিরিখে আবেদনকারীর বয়স হতে হবে ২৫-৪৫ বছরের মধ্যে।
কীভাবে আবেদন করতে হবে?
নিজের সাম্প্রতিক বায়োডেটা, শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, গ্রাম পঞ্চায়েতের শংসাপত্র ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য থাকার প্রমাণপত্র একটি মুখবন্ধ খামে ভরে ১২ অক্টোবর বিকেল ৪টে অথবা ১৩ অক্টোবর বেলা ৩টের মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায়-
“Office of the Block Development Officer, Habra-II Development Block, Village: Borobamunia, P.O: Guma, P.S: Ashoknagar, Dist: North 24 Parganas, Pin: 743704″। অথবা, পিডিএফ ফরম্যাটে ইমেইল পাঠাতে হবে এই ইমেইল আইডিতে-“[email protected]”।
কোন কোন যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের?
স্থানীয় ভাষায় কথা বলা, পড়তে পারা, লিখতে পারার ক্ষমতা থাকতে হবে। বাণিজ্যে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে। গণিত (এরিথমেটিক) ও ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট মহকুমায় ন্যূনতম ২ বছর বাস করতে হবে। বেসিক কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কল লেটার ইমেইল মারফত পাঠানো হবে তাই আবেদনপত্রের সঙ্গে সঠিক ইমেইল আইডি দিতে হবে।
Free Access