যাদবপুর বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, কীভাবে করবেন আবেদন
Jadavpur University Junior Research Fellow Recruitment, How to Apply

Truth Of Bengal: মৌ বসু: রাজ্যের গবেষক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চশিক্ষার পর রাজ্য তথা দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো পদে কাজের সুযোগ আছে। CSIR-ASPIRE তহবিলের টাকায় চলা প্রকল্পের কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। ১৮ ফেব্রুয়ারিতে দুপুর সাড়ে ৩টে নাগাদ ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্ট লেক ক্যাম্পাসের ৩ তলায় আইইই ডিপার্টমেন্টের মিটিং রুমে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্সে বিটেক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে পাশ করতে হবে। নেট/গেট পরীক্ষায় পাশ করতে হবে। MATLAB/Python এর মতো কম্পিউটার প্রোগ্রামিং জ্ঞান থাকতে হবে। পিএইচডি করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি, মহিলা ও শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড় মিলবে।
৩ বছরের পূর্ণ মেয়াদে প্রকল্পের কাজে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে। প্রথম ২ বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ বাবদ অর্থ মিলবে। তৃতীয় বছরে প্রতি মাসে ৪২ হাজার টাকা করে ফেলোশিপ বাবদ অর্থ মিলবে।
ওয়াক ইন ইন্টারভিউয়ে হাজির হওয়ার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন পেমেন্ট পোর্টাল মারফত ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র, আবেদনপত্র ও আবেদনমূল্য জমা দেওয়ার সঠিক প্রমাণপত্র আনতে হবে ইন্টারভিউয়ের সময়।