কর্মীছাঁটাইয়ের বাজারে সুখবর! কর্মীদের বেতনের সমান বোনাস দিচ্ছে ইনফোসিস
Infosys is giving bonus equal to the salary of the employees

Truth Of Bengal : চলছে চাকরি হারানোর মরসুম। এমতাবস্থায় অনেকেরই হয়ত চাকরি ইতিমধ্যেই চলে গিয়েছে। কারো আবার হয়ত যাবে যাবে করছে। কিন্তু কেন? আসলে এখন প্রায় অনেক কোম্পানি তাঁদের কর্মী সংখ্যা ছাঁটাই করছেন। কারন হিসেবে হয়ত জানাচ্ছেন যে ওই কর্মী ঠিকঠাক কাজ করতে পারেননা। কিন্তু না! এটা সত্যি নয় আসলে অনেক সংস্থা হয়ত তাঁদের কোম্পানির প্রয়োজনে নতুন কর্মী নেয় কিন্তু তাঁরা পর্যাপ্ত পরিমাণ বেতন দিতে না পারায় ফের কর্মী ছাঁটাই করে দেন। কিন্তু, কোম্পানির তরফ থেকে বোনাস দিচ্ছে এমন ঘটনা একেবারেই বিরল।
তবে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। একদিকে যখন বড় বড় কোম্পানিগুলি তাঁদের কর্মী ছাঁটাই করছে ঠিক সেই আবহে, ভারতের শীর্ষস্থানীয় আইটি সংস্থা ইনফোসিস তার কর্মীদের জন্য একটি সুখবর দিয়েছে। কী সেই সুখবর? জানা যায়, ২০২৪-২৫ এর জন্য ৮০% পর্যন্ত পারফরম্যান্স কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। এই বোনাস হল কোম্পানির কর্মীদের কঠোর পরিশ্রমের ফল।
বোনাস কেন দেওয়া হল?
জানা যায়, ইনফোসিস গত ত্রৈমাসিকে খুব ভালো পারফর্ম করেছে। কোম্পানির কর্মীরা তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার দ্বারা কোম্পানিকে সফলতার চুড়ায় পৌঁছে দিয়েছে। এখন এই বোনাসের মাধ্যমে কোম্পানি তার কর্মীদের মনোবল বাড়াতে চায়। এতে কোম্পানিও লাভবান হয়।
কোন কর্মচারী বোনাস পেয়েছেন?
বেশিরভাগ বোনাস E6 এবং তার নিচের কর্মচারীদের কাছে পৌঁছেছে।
বোনাসের শতাংশ নির্ধারণ করা হয় ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে।
কে কত বোনাস পেয়েছে?
আগের প্রান্তিকের তুলনায় এবার বোনাস অনেক বেশি।
E6 বিভাগের কর্মীরা 75% থেকে 84.5% পর্যন্ত বোনাস পেয়েছেন।
E5 বিভাগের কর্মীরা 77% থেকে 86% পর্যন্ত বোনাস পেয়েছেন।
E4 বিভাগের কর্মচারীরা 80% থেকে 88% পর্যন্ত বোনাস পেয়েছেন।
কোম্পানির এই সিদ্ধান্ত অনেক গুপ্ত প্রতিভাকে প্রকাশ্যে আনতে সাহায্য করবে। এটি পরবর্তীকালে কোম্পানির ভবিষ্যত উজ্জ্বল করবে। শুধু তাই নয়, কোম্পানির এই সিদ্ধান্ত কর্মীদের মনোবলও বাড়িয়ে দেবে। কোম্পানির এই সিদ্ধান্ত কর্মীদের জন্য পরিশ্রমী করে তুলবে। এছাড়াও, কোম্পানিতে কাজের পরিবেশ আরও ভাল হবে।
তথ্যপ্রযুক্তি খাতে মন্দা
ভারতের তথ্যপ্রযুক্তি খাত বেশ কিছুদিন ধরে মন্দার সম্মুখীন হচ্ছে। এর ফলে, টিসিএস, উইপ্রো এবং টেক মাহিন্দ্রার মতো বড় বড় আইটি সংস্থাগুলি ২০২৩-২৪ আর্থিক বছরে প্রায় ৭০,০০০ কর্মী ছাঁটাই করেছে।