চাকরি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইউনিটে আধিকারিক নিয়োগ

Job News

The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-তে কর্মখালি রয়েছে। বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আইএসআইয়ের কলকাতার সদর দফতরে ও বিভিন্ন শাখা ও ইউনিটে শূন্যপদে নিয়োগ করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে আইএসআইয়ের কলকাতার দফতরে রেজিস্টার্ড বা স্পিড পোস্টে আবেদনপত্র পাঠাতে হবে।

কোন কোন শূন্যপদে নিয়োগ—

১) ডেপুটি চিফ এগজিকিউটিভ (ফিনান্স) ‘এ’
একটি শূন্যপদ তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত। বয়সসীমা ৫০ বছরের নীচে। যে কোনো শাখায় স্নাতক। সঙ্গে এসিএ/এআইসিডব্লিউএ/এমবিএ (ফিনান্স) ডিগ্রি থাকতে হবে। সরকারি বা স্বশাসিত সংস্থায় বা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ পদে অ্যাকাউন্টস ও ফিনান্স নিয়ে কাজ করার ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন (পে স্কেল: ৬৭,৭০০-২,০৮,৭০০ টাকা)। সরকারি নিয়মকানুনের বিষয় সম্যক জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে অ্যাকাউন্টস সামলানোর দক্ষতা থাকতে হবে। প্রথমে কলকাতায় পোস্টিং হলেও পরে দিল্লি বা বেঙ্গালুরুর দফতরে বদলি করা হবে।

২) সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
একটিই শূন্যপদ অসংরক্ষিত। বেতন: পে স্কেল: ৬৭,৭০০-২,০৮,৭০০ টাকার মধ্যে। বয়স হতে হবে ৪৫ বছরের নীচে। যে কোনো শাখায় স্নাতক। ম্যানেজমেন্টে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। সরকারি /রাষ্ট্রায়ত্ত /স্বশাসিত সংস্থা বা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম ১০ বছর সুপারভাইজরি পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমে কলকাতায় পোস্টিং হলেও পরে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই বা তেজপুরে বদলি করা হবে।

৩) অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
একটিই শূন্যপদ ওবিসিদের জন্য সংরক্ষিত। বয়স হতে হবে ৪০ বছরের নীচে। বেতন: পে স্কেল: ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকার মধ্যে। যে কোনো শাখায় স্নাতক। ম্যানেজমেন্টে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। সরকারি /রাষ্ট্রায়ত্ত /স্বশাসিত সংস্থা বা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম ৫ বছর সুপারভাইজরি পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমে কলকাতায় পোস্টিং হলেও পরে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, গিরিডিহি বা তেজপুরে বদলি করা হবে।

৪) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
একটি শূন্যপদ দৃষ্টিহীন ও একটি শূন্যপদ তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত।
বেতন: পে স্কেল: ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা
বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমে দিল্লি, বেঙ্গালুরুতে পোস্টিং হবে পরে কলকাতায় পোস্টিং হবে।

৫) ইঞ্জিনিয়ারিং অ্যাসিসট্যান্ট (সিভিল)
একটি শূন্যপদ অসংরক্ষিত। দৃষ্টিহীন ও তপশিলি জাতি হলেও জন্য একটি করে পদ সংরক্ষিত।
বেতন: পে স্কেল: ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
উচ্চ মাধ্যমিক পাশ অথবা ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমে দিল্লি, গিরিডিহি ও বেঙ্গালুরুতে পোস্টিং হলেও পরে কলকাতা ও তেজপুরে বদলি করা হবে।

৬) ইঞ্জিনিয়ারিং অ্যাসিসট্যান্ট (ইলেকট্রিক্যাল)
একটি শূন্যপদ অসংরক্ষিত। দৃষ্টিহীন ও তপশিলি জাতি হলেও জন্য একটি করে পদ সংরক্ষিত।
বেতন: পে স্কেল: ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
উচ্চ মাধ্যমিক পাশ অথবা ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমে তেজপুরে পোস্টিং হলেও পরে কলকাতা, দিল্লি, গিরিডিহি ও বেঙ্গালুরুতে বদলি করা হবে।

চাকরির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,
আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। আবেদন মূল্য জমা দিতে হবে। NEFT/IMPS মাধ্যমে টাকা পাঠাতে হবে এই ঠিকানায়—-“Account Name : INDIAN STATISTICAL INSTITUTE /Account Number: 0071050000118 (Current Account)/ Bank Name: Punjab National Bank/IFSC: PUNB0397700”।
ডেপুটি চিফ এগজিকিউটিভ (ফিনান্স)/সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার/অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ করতে অসংরক্ষিত আসন /ওবিসি /অর্থনৈতিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য ১ হাজার টাকা। তপশিলি জাতি ও উপজাতি ও মহিলা চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০০ টাকা। দৃষ্টিহীন চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য লাগবে না। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করতে অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থী/ওবিসি/অর্থনৈতিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য লাগবে ৫০০ টাকা। ইঞ্জিনিয়ারিং অ্যাসিসট্যান্ট (সিভিল/ইলেকট্রিক্যাল) পদে তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থী ও মহিলা চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য লাগবে ২৫০ টাকা। দৃষ্টিহীন চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য লাগবে না।

আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়—“চিফ এগজিকিউটিভ, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট, ২০৩, বি টি রোড, কলকাতা-৭০০১০৮”। আবেদনের নির্দিষ্ট ফরম্যাটের জন্য অফিশিয়াল ওয়েবসাইট “www.isical.ac.in/jobs” ভিজিট করুন। আবেদনপত্রে বৈধ মোবাইল নম্বর আর ইমেইল আইডি দিতে হবে।

Related Articles