চাকরি

সুখবর! সেন্ট জেভিয়ার্স কলেজে চাকরির দারুন সুযোগ, জানুন বিস্তারিত

Good news! Great job opportunity at St. Xavier's College, know the details

Truth Of Bengal: অধ্যাপনার চাকরি করতে চান? আপনার মতো চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। ২০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সেন্ট জেভিয়ার্স কলেজের অফিশিয়াল ওয়েবসাইট (www.sxuk.edu.in) মারফত।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো শাখার স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রথম শ্রেণিতে এমবিএ/পিজিডিএম ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ফিনান্স বা সমতুল্য বিষয় স্পেশালাইজেশন থাকতে হবে। ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৫৭,৭০০ টাকা।

কীভাবে করবেন আবেদন

যোগ্য চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট www.sxuk.edu.in মারফত অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রের প্রিন্ট আউট ও প্রয়োজনীয় নথিপত্র ডাকযোগে পাঠাতে হবে স্পিড পোস্ট /রেজিস্টার্ড পোস্ট / কুরিয়ার মারফত এই ঠিকানায়- ” The Registrar, St. Xavier’s University, Kolkata, Premises No.IIIB-1, Action Area IIIB, New Town, Kolkata-700160″। ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রের প্রিন্ট আউট জমা দেওয়ার শেষ তারিখ ২০ জানুয়ারি। ২২ জানুয়ারির মধ্যে বাছাই করা আবেদনকারীদের ইমেইল মারফত জানানো হবে। ৩০ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। ৩ মার্চের মধ্যে চাকরিপ্রার্থীকে কাজে যোগ দিতে হবে।

Related Articles