চাকরি

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ প্রকাশ পাবলিক সার্ভিস কমিশনের

Ending the long wait, the Public Service Commission has released the Clerkship Exam Date

The Truth Of Bengal, Mou Basu : দীর্ঘ প্রতীক্ষার অবসান। গত বছর ডিসেম্বরে নিজেদের আবেদন নথিভুক্ত করেছিলেন লক্ষাধিক পরীক্ষার্থী। কিন্তু এতদিন ধরে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হচ্ছিল না। অবশেষে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আগামী সমস্ত পরীক্ষার দিনক্ষণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, ২০২৩ সালের ক্লার্কশিপ (পার্ট-ওয়ান) পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৬ ও ১৭ নভেম্বর। ওই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে এই ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষার জন্য ৭ লাখ ১৪ হাজার ৪১৩ জন আবেদন করেছেন। ২০২৩ সালের ৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চাকরিপ্রার্থীরা এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেন। তারপর কেটে গেছে এতটা সময়। পরীক্ষা কবে হবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আবেদনকারী চাকরিপ্রার্থী ও তাঁদের পরিজনরা। এতদিন লোকসভা নির্বাচনের কারণেই নিয়োগ পরীক্ষায় আয়োজনে দেরি হয়েছে বলে মনে করা হয়েছে।

ক্লার্কশিপ পরীক্ষা ছাড়াও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষা ও ডব্লিউবিসিএস পরীক্ষার সম্ভাব্য তারিখও বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর।

Related Articles