রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার নিয়োগ
Deputy Register Recuirtment in Rabindrabharati University

The Truth of Bengal, Mou Basu: চাকরিজীবীদের জন্য সুখবর। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পূর্ণ সময়ের জন্য চুক্তিভিত্তিক ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ করা হবে। অস্থায়ী চুক্তিভিত্তিক এই চাকরি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিস্টান্স অ্যান্ড অনলাইন এডুকেশন (CDOE) এর ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে-
১) ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। সার্বিক ভাবে ভালো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
২) সহকারী অধ্যাপক /লেকচারার হিসাবে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়, গবেষণামূলক বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা, গবেষণামূলক প্রতিষ্ঠান বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, ১০ বছরের প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ৫ বছর সহকারী রেজিস্ট্রার বা সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বয়স: ২০২৩ সালের ১ জানুয়ারির নিরিখে ৩৫ বছর বা ঊর্ধ্বে।
বেতন: মাসে ৭৯,৮০০ টাকা।
প্রয়োজনীয় যোগ্যতা: ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। নিজের নামে প্রকাশিত উচ্চ মানের গবেষণাপত্র
কলেজ, বিশ্ববিদ্যালয় বা গবেষণামূলক প্রতিষ্ঠানে ন্যূনতম ১০ বছর সিনিয়র পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
কীভাবে আবেদন করতে হবে –
১২ সেপ্টেম্বর বিকেল ৪টের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট “www.rbu.ac.in” থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে স্পিডপোস্ট বা কুরিয়ার মারফত পাঠাতে হবে। আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে এই ঠিকানায়- “The Registrar, Emerald Bower Campus, 56A, B.T Road, Kolkata-700050″। সশরীরেও ১২ সেপ্টেম্বরের মধ্যে সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসা যায়। আবেদনপত্রের সঙ্গে ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে। (Demand Draft in favour of RABINDRA BHARATI UNIVERSITY payable at ‘KOLKATA’)
জেনারেল বা ওবিসি ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য ১ হাজার টাকা আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বা শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ৫০০ টাকা ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে মার্কশিট, শংসাপত্র ও অন্য প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে প্রতিলিপি জমা দিতে হবে। আবেদনপত্রের ৬টি কপি জমা দিতে হবে। যদি কোথাও কাজ করেন সেই সংস্থার কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে।
আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে যে সব নথিপত্র জমা দেবেন তা স্ক্যান করে সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে ইন্টারভিউয়ের আগে স্ক্যান করা নথিপত্র পাঠাতে হতে পারে। আবেদনেরপত্র ও নথিপত্র যে বন্ধ খামে ভরে জমা দেওয়া যাবে তার ওপর বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে অনলাইনে ভার্চুয়ালি ইন্টারভিউ নিতে পারে। বিশদ তথ্যের জন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে।