চাকরি

চলছে ক্লার্ক নিয়োগের প্রক্রিয়া, কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

Clerk recruitment process underway, how to apply? Know the details

Truth Of Bengal: দক্ষিণবঙ্গের জেলা মুর্শিদাবাদ জেলায় ক্লার্ক নিয়োগ করা হবে। রাজ্য সরকারি / কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী / প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ করা হবে রিটায়ার্ড কনট্রাকচুয়াল ক্লার্ক পদে। মুর্শিদাবাদ জেলাশাসকের দফতরে ও জেলার বিভিন্ন মহকুমা ও ব্লক স্তরের দফতরে ক্লার্ক পদে নিয়োগ করা হবে।

পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে আবেদনপত্র পূরণ করে পাঠাতে হবে এই ঠিকানায় (Office of the District Magistrate & Collector, Murshidabad, Cantonment Road, P.O & P.S-Berhampore, District-Murshidabad, Pin-742101 (Room Number-208)। ৪ জুনের মধ্যে আবেদন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অবসরপ্রাপ্ত চুক্তিভুক্ত ক্লার্ক পদে মাসে ১০ হাজার টাকা করে বেতন মিলবে। প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে চুক্তিতে। কাজের দক্ষতা দেখে চাকরির মেয়াদ বাড়ানো হবে।

ক্লারিকাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে ড্রাফট করার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। ৩১ মে’র মধ্যে কাজ থেকে অবসর নিলেই আবেদন করা যাবে। সদ্য অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকতে হবে। চিকিৎসকের দেওয়া ফিট সার্টিফিকেট লাগবে। আসল পিপিও বা রিলিজ অর্ডার দেখাতে হবে। সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে।

Related Articles