কলকাতা বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করার সুযোগ
Calcutta University PhD Opportunity in Chemical Engineering Department

The Truth Of Bengal, Mou Basu : দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করার সুযোগ রয়েছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসি /বিই/বিটেক/এমই/এমটেক/এমফিল বা এমএসসি ডিগ্রি থাকলেই করা যাবে পিএইচডি। চূড়ান্ত বর্ষ বা সেমেস্টারে থাকা পড়ুয়ারাও প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন। প্রবেশিকা পরীক্ষার কোয়ালিফাইং নম্বর হল ৫০%। যে সব পড়ুয়া ইউজিসি/সিএসআইআর জেআরএফ পরীক্ষা/নেট/স্লেট/গেট পরীক্ষায় পাশ করেছেন তাঁদের প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে না। সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। আবেদনপত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মিলবে। তা ডাউনলোড করে নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকা আবেদন মূল্য স্টেট ব্যাঙ্ক মারফত জমা দিতে হবে। সম্পূর্ণ আবেদনপত্র, আবেদন মূল্যের রিসিপ্ট, পরীক্ষার শংসাপত্র ও মার্কশিট, সব সেলফ অ্যাটেস্টেড করে খামে ভরে পাঠাতে হবে ৩০ এপ্রিলের মধ্যে এই ঠিকানায়—“Prof. Amitava Bandopadhyay, Chairman, Ph.D Admission Committee, Department of Chemical Engineering, University of Calcutta, 92, APC Road, Kolkata-700009”
১৬ মে দুপুর ২টোয় পিএইচডি প্রবেশিকা পরীক্ষা হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এন কে বোস মেমোরিয়াল হলে। দেড় ঘণ্টার পরীক্ষা। ইন্টারভিউ হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের ঘরে ২৮ মে দুপুর ১২টায়। চূড়ান্ত ফল ইমেইল মারফত ও নোটিশ বোর্ডে টাঙানো হবে।