চাকরি

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ৬ শূন্যপদে ফিল্ডম্যান নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Bidhanchandra Agricultural University 6 Vacancy Fieldman Recruitment

Truth of Bengal, মৌ বসু : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নদিয়ার মোহনপুরে অবস্থিত বিধাননগর কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি)-তে ৬ শূন্যপদে ফিল্ডম্যান নিয়োগ করা হবে। অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র দেওয়া হয়েছে। তা ডাউনলোড করে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ২ নভেম্বর সকাল ১১টায় ওয়াক ইন ইন্টারভিউয়ে হাজির হতে হবে।

ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ২ নভেম্বর সকাল ১১টা থেকে ওয়াক ইন ইন্টারভিউ হবে ডিইই বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, বিসিকেভি, মোহনপুর, নদিয়ায়। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ফিল্ডম্যান পদে মাসে বেতন মিলবে ৩১,৯৬০ টাকা। কৃষি বিজ্ঞান নিয়ে বিজ্ঞানে স্নাতক (অনার্স) হতে হবে। ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি আনতে হবে।