
The Truth of Bengal,Mou Basu: ২০২৪ সালে যে সব পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় বসার কথা ভাবছেন তাঁদের জন্য সুখবর শোনাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আগে ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার রেজিষ্ট্রেশনের জন্য শেষ সময়সীমা ছিল ৩০ নভেম্বর। সেই মেয়াদ বাড়িয়ে ৪ ডিসেম্বর করল এনটিএ।
এই সময়সীমার মধ্যে jeemain.nta.ac.in ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়ারা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন। পরীক্ষায় বসতে ইচ্ছুক পড়ুয়াদের সুবিধার জন্য রেজিষ্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি বলে জানিয়েছে এনটিএ। ৬-৮ ডিসেম্বরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রের ত্রুটি সংশোধন করা যাবে।
২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার সেশন ওয়ানের পরীক্ষা। পরীক্ষার ৩ দিন আগে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। ১২ ফেব্রুয়ারি পরীক্ষার ফল বেরোবে।