IPL 2024খেলা

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই জয় এল চেন্নাই সুপার কিংসের। ছয় উইকেটে বেঙ্গালুরুকে হারিয়ে জিতল মহেন্দ্র সিং ধোনির দল।

IPL 2024 inaugural match update: Chennai Super Kings wins with 6 wicktes, RCB loses

The Truth of Bengal:IPL 2024: CSK v. RCB : আইপিএলের উদ্বোধনী ম্যাচেই জয় এল চেন্নাই সুপার কিংসের। ছয় উইকেটে বেঙ্গালুরুকে হারিয়ে জিতল মহেন্দ্র সিং ধোনির দল। এদিন ১৭৪ রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক ব্যাট করতে দেখা যায় রিতুরাজ গায়কোয়াড ও রাচীন রবীন্দ্র। প্রথম বলে চার মেরে ইনিংস শুরু করে গায়কোয়াড। দুজনে মিলে চার-ছয় মেরে চেন্নাই সুপার কিংসকে এগিয়ে যায়। ৭১ রানের মাথায় গায়কোয়াড ও রাচীন রবীন্দ্র দুজনেই আউট হয়ে যান। এরপর অজিঙ্কা রাহানে ও ডারেল মিচেল আক্রমণাত্মক খেলার চেষ্টা করলে দুজনেই আউট হয়ে যান। তারপর শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা চেন্নাইকে এগিয়ে নিয়ে দায়িত্ব কাঁধে নিয়ে নেয়। শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা ঠাণ্ডা মাথায় জয়ের লক্ষে নিয়ে যায় চেন্নাইকে। একটা সময়ে ১৯ বলে ১৯ রান প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত ঠাণ্ডা মাথায় আক্রমণাত্মক ক্রিকেট খেলে ম্যাচ বের করে নেয় চেন্নাই।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট খুব একটা সাবলীল ব্যাট করতে পারেনি। কিছুক্ষণের মধ্যে ছন্দে ফেরার চেষ্টা করেও সফল হননি। শেষ পর্যন্ত ২০ বলে ২১ রান করে আউট হয়ে যান। মাত্র একটি ছয় মেরেই আউট হয়ে যান। বিরাট কোহলির এখন টি ২০ ক্রিকেটে রান ১২০১৫ রান। শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে ১৭৩ রান করেন। অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের জুটি বেঙ্গালুরুকে ১৭৩ রানে পৌঁছে দেয়। অনুজ ৪৮ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে দীনেশ কার্তিক ৩৮ রান করেন। চেন্নাইয়ের সামনে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা রাখে বেঙ্গালুরু।

Related Articles