IPL 2024

ঘরের মাঠে জয় বজায় রাখতে পারবে কি দিল্লি ক্যাপিটালস?

The Truth Of Bengal: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে চলেছে দিল্লি ক্যাপিটালস। নিরাপত্তাজনিত কারণে ঋষভ পন্থ-রা নিজেদের হোম ম্যাচগুলো বিশাখাপত্তনামের স্টেডিয়ামে খেলছিল। এই প্রথমবার নিজেদের সমর্থকদের সামনে খেলতে নামবে ঋষভ-রা। তাই এই ম্যাচে থেকে দুই পয়েন্ট নিতে চাইবেন তাঁরা। তাঁদের এই জয়ের আশাতে জল ঢালতে পারে প্যাট কামিন্স বাহিনী।

ইতিমধ্যেই এই মরশুমে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর করেছিল তাঁরা। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁরা ২৭৭ রান করে। তার কিছু দিন পর আবার ২৮৭ রানের বিশাল স্কোর করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

এই মরশুমে মাত্র দুটি ম্যাচে হেরেছে সানরাইজার হায়দ্রাবাদ। এই মূহুর্তে লিগ টেবিলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বর পজিশনে আছে। দিল্লি ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বর পজিশনে আছে। এই ম্যাচে জয় পেলে লিগ টেবিলের উপরের দিকে উঠে আসবে দিল্লি ক্যাপিটালস।

Related Articles