
The Truth Of Bengal : সানরাইজার হায়দ্রাবাদ নিজের ব্যাটিং-এ আগুন ঝরাচ্ছে ২২ গজে। এই মুহুর্তে আইপিএলের সর্বাধিক স্কোর তাঁদের নামেই। মুম্বাইয়ের বোলিং-কে দুমরে মুচড়ে দিয়েছিল গত ম্যাচে। সে ব্যাটিং-এ নেতৃত্ব দিয়েছিলেন সাউথ আফ্রিকান ক্লাসেন। তিনি ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়াও অভিষেক শর্মা মাত্র ১৬ বলে এই আইপিএলের দ্রুত অর্ধ-শতরান করেন। তিনি ২৩ বলে ৬৩ রান করেন। এছাড়াও ট্রাভিস হেড তিনিও ২৪ বলে ৬২ রান করেন। এক কথায়, পুরো সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিং- গনগনে আগুনের মতোন জ্বলছে। ক্লাসেন নিজের প্রথম ম্যাচে কেকেআরের মুখ থেকে ম্যাচ প্রায় ছিনিয়ে এনেছিল। একটুর জন্য সে ম্যাচে হারতে হয় তাঁদের।
গুজরাট নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল মুম্বাইয়ের বিরুদ্ধে। কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাই গুজরাটকে পরাস্ত করে। গুজরাট নিজেদের হোম ম্যাচে জয়ের খোঁজে নামবে। কিন্তু তাঁদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়তে প্রস্তুত থাকবে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপ। কিভাবে ক্লাসেনদের সামলাবেন রশিদ খান, উমেশ যাদব, অস্ট্রেলিয়ান স্পেন্সার জনসন-রা সেটাই দেখার।