IPL 2024

কেকেআর ম্যাচে অদ্ভুত কাণ্ড ! ধোনির বদলে হঠাৎ মাঠের দিকে এগিয়েছিলেন জাডেজা !

Strange incident in the KKR match! Instead of Dhoni, Jadeja suddenly went to the field!

The Truth Of Bengal :  কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে সিএসকে খেলতে নেমেছিল।  তবে এই ম্যাচে সমর্থকদের সঙ্গে মজা করলেন মাহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাডেজা । ম্যাচে রবীন্দ্র জাডেজা ব্যাট  নিয়ে এগিয়ে এলেন,  মনে করা হলো এবার তিনি ব্যাট করতে নামছেন। হঠাৎ করে তিনি পিছিয়ে যান এবং ধোনি এগিয়ে আসেন‌ । শেষ পর্যন্ত ধোনি নিজে এগিয়ে যান মাঠের দিকে এবং তিনি খেলতে শুরু করেন। ম্যাচ দেখতে থাকা দর্শকদের কেউ কেউ এই ভিডিওর সাক্ষী। তাদের মধ্যে হাসির রোল   তৈরি হয়। আর যারা সরাসরি এই ভিডিও দেখতে পারেননি গ্যালারিতে উপস্থিত দর্শকেরা । তারা সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে দেখে হাসি থামাতে পারছেন না।

আর গোটা ম্যাচ শেষ হওয়ার পর জানা গিয়েছেন দর্শকদেরকে এই ম্যাচের মধ্যে আর একটু মজা দেওয়ার জন্যই এই পরিকল্পনা করেছিলেন ধোনি এবং জাডেজা । এই ম্যাচে ৭ উইকেটে ধোনির টিম হারিয়েছে কেকেআর কে। ধোনি মাঠে থাকা মানেই বাড়তি উন্মাদনা দর্শকদের মধ্যে । কিন্তু যখন মাঠে  জাডেজা এগোলেন দুপা তখন তা দেখে মনে করলেন দর্শকেরা আর হয়তো যেতে পারবে না সিএসকে । সব  ভুল ভেঙে শেষ পর্যন্ত ব্যাট হাতে  ধোনিই নামলেন।

 

Related Articles