ইডেন গার্ডেন থেকে সরলো কেকেআরের খেলা , কারন কি জানেন ?
Simple KKR game from Eden Garden, do you know the reason?

The Truth Of Bengal : লোকসভা নির্বাচনের পাশাপাশি আইপিএল এবার প্রায় একই সাথে পড়েছে। ফলে আইপিএলের সময়সূচি নিয়ে প্রথম থেকেই একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। উল্লেখ্য আগামী ১৭ ই এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়েলসের ম্যাচ আছে। কিন্তু ১৭ ই এপ্রিলের এই ম্যাচটি সম্ভবত অন্য জায়গায় খেলাটি হতে পারে বলে জানিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজ়ি পক্ষ থেকে।
উল্লেখ্য, চলতি বছরের আইপিএলের সূচিকে দু ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে ৭ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়। এরপর বাকি সূচী জানানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী কেকেআর তাদের ম্যাচগুলো ইডেনেই খেলবে পরপর। এবার এই সূচিতে আসতে পারে পরিবর্তন। রিপোর্ট অনুযায়ী, আগামী ১৭ ই এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলসের মধ্যে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের দিন বদল হতে পারে। শুধু তাই নয় বদলে যেতে পারে ভেন্যুও। কিন্তু কেন এ পরিবর্তন? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই সম্পূর্ণ বিষয়টি বিবেচনা করেছে। বোর্ডের কর্মকর্তা, ফ্রাঞ্চাইজি, রাজু ক্রিকেট সংস্থা এবং সম্প্রচারকদের সম্পূর্ণ বিষয়টি জানানো হয়েছে। আর কারণ হিসেবে উঠে এসেছে রামনবমী। গোটা দেশজুড়ে ১৭ এপ্রিল পালিত হবে রামনবমী। বেরোবে মিছিল। রামনবমীর পাশাপাশি আইপিএল ম্যাচের নিরাপত্তা কথা মাথায় রেখে দিন পাল্টানোর কথা ভাবা হয়েছে। অপরদিকে সেই সময় রয়েছে লোকসভা নির্বাচন। ফলে ম্যাচ নিয়ে চিন্তা বেড়েছে বিসিসিআইয়ের। বিসিসিআই এবং সিএবি সম্পূর্ণ বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেওয়া হয়নি। তবে পরিবর্তনের সম্ভাবনা আছে বলে ম্যাচের সঙ্গে যুক্ত সকলকেই জানানো হয়েছে।
উল্লেখ্য চলতি বছরে এখনো অব্দি আইপিএলের দুটি ম্যাচ খেলেছে কেকেআর। আর দুটোতেই তারা জিতেছে। এরপর তারা খেলতে নামবে দিল্লি ক্যাপ্টেনদের সঙ্গে। দিল্লি ক্যাপ্টেনদের সাথে খেলার পর কেকেআর চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে ৮ এপ্রিল ম্যাচ খেলবে । এরপর ১৪, ১৭ ,২১ ,২৬ , ২৯ এপ্রিল নিজেদের ঘরের মাঠে ম্যাচ তাদের। তখন কেকেআরের প্রতিপক্ষ থাকবে লখনৌ সুপার জায়ান্টস, রাজস্থান রয়েলস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটাল। মুম্বাইয়ের বিরুদ্ধে তারা খেলবে ৩রা মে। তারা প্রতিপক্ষ হবে ৫ই মে। এছাড়াও ১১ই মেয়ে তাদের খেলা মুম্বাইয়ের সাথে।
Free Access