
The Truth Of Bengal:চিপকে কোয়ালিফাই ২ এর ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিধান্ত নেয়। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে আউট করে ফেরত পাঠান ট্রেন্ট বোল্ট। ট্রাভিস হেড এবং রাহুল ত্রিপাঠী জুটি বেঁধে অনেকক্ষন ক্রিজে থাকলেও পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই আউট হয়ে যান রাহুল ত্রিপাঠী।
মার্করাম মাত্র ১ রান করেই আউট হয়ে যান। হেনরিচ ক্লাসেন এসে ৩৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন। যার মধ্যে ৪ টি ছয় হাকান তিনি। দলগত ৯৯ রানে আউট হন ট্রাভিস হেড। ৩টি চার ও চারটি ৬ মারেন তিনি। নিতিশ কুমার রেড্ডি এবং আব্দুল সামাদ সেভাবে কিছুই করতে পারেননি।
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামা শাহবাজ আহমেদ ১৮ বলে ১৮ রান করে।বল হাতে ট্রেন্ট বোল্ট ৪৫ রান দিয়ে ৩ টি মূল্যবান উইকেট তুলে নেন। অশ্বিন এবং চাহাল দুজনেই এই ম্যাচ উইকেট পাননি। সন্দীপ শর্মা মাত্র ২৫ রান করে ২ উইকেট তুলে নেন। সানরাইজার্স ৯ উইকেটের বদলে ১৭৫ রান করে। সঞ্জু স্যামসন দের এই ম্যাচ জিততে হলে ১৭৬ রান করতে হবে।