
The Truth Of Bengal : দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং-এর সিধান্ত নেয় মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দিল্লির হয়ে প্রথমে ব্যাট করতে নামেন ফ্রেজার-ম্যাকগার্ক এবং অভিষেক পোড়েল। ফ্রেজার-ম্যাকগার্ক মাত্র ১৫ বলে অর্ধশতরান করেন। অপর দিকে একটু সামলেই খেলছিলেম অভিষেক পোড়েল। ৬ ওভারে ৯২ রানের পার্টনারশিপ করেন। ২৭ বলে ৮৪ রান করে ফিরতে হয় ফ্রেজার-ম্যাকগার্ক।
১১টি চার ও ৬টি ছয় মারেন তিনি। পীযুষ চাওলার বলে ক্যাচ আউট হয়ে ফিরতে হয়ে তাঁকে। নবির বলে এগিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্প আউট হন পোড়েল। ২৬ বলে ৩৬ রান করে তিনি। ৩টি চার ও ১টি ছয় মারেন তিনি। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৮ রান করে দিল্লি ক্যাপিটালস। সাই হোপ এবং ঋষভ পন্থ-কে বেশ চনমনে দেখাচ্ছিল। কিন্তু ১৩.৪ ওভারে ১৭ বলে ৪১ রান করে আউট হতে হন সাই হোপ’কে।
তিনি ৫টা ছয় মারেন। পরিবর্ত ব্যাটার হিসাবে নামা স্টাবস একটি ওভারে ৫ বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি মারেন তিনি। ঋষভ পন্থ ১৯ বলে ২৯ রান করে আউট হয়ে যান। ২৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন স্টাবস। ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান ২৫৭ করে। মুম্বই’কে জিততে হলে একটা ধামাকা শুরু করতে হবে।