ছন্দে থাকা রাজস্থানের বিরুদ্ধে মুম্বইয়ের ভরসা রোহিতই!
Rohit is the hope of Mumbai against Rajasthan in rhythm!

The Truth Of Bengal : রাজস্থান রয়্যালস এই মুহূর্তে নিজেদের সেরা ছন্দে অবস্থান করছে। ব্যাটিং থেকে বোলিং এমনকি ফিল্ডিংয়েও নিজেদের সেরাটা উজার করে দিচ্ছেন রয়্যালস বাহিনী। নিজেদের গত ম্যাচে কলকাতার দেওয়ার ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জশ বাটলারের শতরানের দৌলতে ম্যাচ জিতে যায় রাজস্থান। রাজস্থান বর্তমানে মাত্র ১টি ম্যাচ হেরেছে। এই মূহুর্তে তাঁরা লিগ টেবিলের শীর্ষে রয়েছে। তারা আর ৩টে ম্যাচ জিতলেই তাঁরা পরের রাউন্ডের জন্য প্রায় কোয়ালিফাই করে যাবে।
অপরদিকে মুম্বই এই মূহুর্তে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে। গত ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ১৯২ রান করে মুম্বাই। বল হাতে জসপ্রীত বুমরাদের পারফরম্যান্স-এর জন্য ৫ বল বাকি থাকতে ১৮৩ রানেই অল আউট হয়ে যায় স্যাম কুরানরা। চেন্নাইয়ের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে সূর্য কুমার যাদব ৭৮ রানের। সেই ম্যাচে ৭ টি চার ও তিনটি ছয় মারেন সূর্য। রোহিত-সূর্যদের পারফরম্যান্সই যে মুম্বই-কে ভরসা জোগাবে তা বলাই যায়।