IPL 2024

নাইট দলকে চিন্তায় ফেলল রিঙ্কু সিং

Rinku Singh worried the Knight team

The Truth Of Bengal :  রাজস্থান রয়্যালসের বিপক্ষে লড়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে কেকেআর টিমকে। এদিকে রিঙ্কু সিং চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে নেমে করে  ২২৩ রান। এদিকে  রিঙ্কু  ন’বলে ২০ রানের একটা দারুণ ইনিংস খেলেন।

রাজস্থানের বিরুদ্ধে রিঙ্কু সিংকে ফিল্ডিং করতে দেখা যায়নি । তা দেখে অবাক হন সমর্থকেরা । কারণ হিসেবে উঠে আসে তার চোটের প্রসঙ্গ । রিঙ্কু শুধু একজন ফিনিশার নন ফিল্ডারও বটে । অথচ তাকে রাজস্থানের বিপক্ষে দেখা গেল না । কতটা চোট রয়েছে তার ? এই প্রশ্নে যখন সিঁদুরে মেঘ দেখছে গোটা কেকেআর সমর্থকেরা তখন কোচ রায়ান টেন ডাসখোটে জানান ও পুরো ফিট নয় । হালকা চোট রয়েছে । কিছুটা বিশ্রামের প্রয়োজন  রয়েছে ।তবে কেকেআরের পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাবে বলেই জানা গেছে । কিছুটা বিশ্রামের পর ফিট হয়ে উঠবে বলেই জানান বোলিং কোচ ।

যদিও পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত রিঙ্কুকে নিয়ে একটুও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।  পুরোপুরি ফিট না হলে তাকে মাঠে  নামাবে না টিম ম্যানেজমেন্ট। অতিরিক্ত গরমের জন্যই তার চোট লেগেছে বলে মনে করা হচ্ছে। এর পরবর্তীতে ২১ তারিখ  নাইট টিম খেলতে নামবে বিরাট কোহলির আরসিবির বিপক্ষে। এই ম্যাচের আগে রিঙ্কু সিং আদৌ ম্যাচে ফিরতে পারবে কিনা সেদিকে নজর রাখবে সমর্থকেরা।

Related Articles