
The Truth Of Bengal : ২০২৪ আইপিএলে কোনো কোনো রাতে রানের পাহাড় গড়ছে কোনো কোনো দল । ঘুম ছুটিয়ে দিচ্ছে কোনো কোনো খেলোয়াড়। মুহূর্তে ধরাশায়ী করছে বিপক্ষ টিমকে , এমন একটি দল সানরাইজার্স হায়দ্রাবাদ । হায়দরাবাদ এমন একটি দল যারা একটি টি-২০ টুর্নামেন্টে ২৫০ রানের গণ্ডি টপকাতেও সক্ষম । এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ২৭৭ রান করে নজির গড়ে । তারপর আরসিবির বিপক্ষেও ২৮৭ রানের ইনিংস খেলে, দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ২৬৬ রান করে । একের পর এক নজির গড়েছে হায়দ্রাবাদ । তবে এবার ফের আরসিবির বিরুদ্ধে আটকে গেল গোটা দল । এগোতে পারল না তারা । এদিন প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ৭ উইকেটে ২০৬ রান । জবাবে ৮ উইকেট হারিয়ে ১৭১ রানে আটকে গেল হায়দরাবাদ। ৩৫ রানে ম্যাচ জিতল আরসিবি।
আরসিবির কাছে ছিল এটা জয়ে ফেরার জন্য অন্যতম চ্যালেঞ্জিং ম্যাচ , অপরদিকে হায়দ্রাবাদ এর কাছে ছিল নতুন রেকর্ড গড়ার সুযোগ । যদিও হায়দ্রাবাদ সেই সুযোগ গড়তে পারল না। এদিন ১০ ওভারের মধ্যে দু উইকেট হারিয়েছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা ৩১ রান , শাহবাজ আহমেদ ৪০ নটআউট , প্যাট কামিন্স ৩১ রান খেলেন । যদি এই রান না করতেন হায়দ্রাবাদের খেলোয়াড়রা তাহলে আরো কম রান হতো হায়দ্রাবাদের ।