IPL 2024খেলা
Trending

এ যেন ভক্তের ভগবান দর্শন, কিং খান জড়িয়ে ধরলেন রাজস্থান রয়্যালসের ওপেনারকে

Rajasthan Royals opener Yasshwi Jaiswal has fulfilled his dream

The Truth Of Bengal:  মাঠে তখন সকলেই ম্যাচ জেতার আনন্দে মেতে রয়েছেন। ঠিক এরকম মুহূর্তে কাউকে বলতে শোনা গেল ” আরে কোই শাহরুখ স্যার সে মিলাও ইয়ার” …… ফ্রেমে এলেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল।

অবশেষে স্বপ্নপূরণ ইডেনের মাঠে। কাউকে মন থেকে ভালবাসলে, তাঁকে একবার দেখার জন্য হয়ত পুরো প্রকৃতি মিলে যায়। কিং খানের সেই ডায়ালগ কে এক প্রকার ভীষণ ভাবে মাথায় রেখে দিয়েছিলেন যশস্বী।

দু’জন একে অপরকে আলিঙ্গন করার সাথে সাথে, আরআর ব্যাটসম্যান সেই বিশেষ মুহূর্তটি যাপন করেছিলেন যেখানে তিনি অভিনেতার সাথে। RR পোস্টটির ক্যাপশন দিয়েছে, “বস ইতনা সা খাওয়াব ”

 

Related Articles