
The Truth Of Bengal: আইপিএল’এ মুম্বাই এর প্রতিবছরের স্কোরিং ইতিহাস ঘাটলেই দেখা যাবে, প্রতিবছর আইপিএল এর শুরুর ম্যাচ মুম্বাই হারের থেকেই শুরু করে। তাকে মুম্বাই এর প্রথা বলেই গণ্য করা হয়। ‘হারকে জিতনে ওয়ালো কো মুম্বাই ইন্ডিয়ানস্ কেহেতে হ্যায়’- বলেই পরিচিত মুম্বাই ইন্ডিয়ানস্ তার ফ্যানদের কাছে। তবে হঠাৎই পর পর দুটো ম্যাচে হারের পর মুখ থুবড়ে পড়েছে ব্লু আর্মি। এদিন ম্যাচ শেষে অধিনায়ক হার্দিক পাণ্ড্য এর মুখে হতাশার ছাপ দেখা যায়। ম্যাচ শেষে এও দেখা যায় যে, দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যস্ত বৈঠকে আকাশ আম্বানি। এখানেই প্রশ্ন উঠছে! তবে কি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বাই আবারও? শিবিরের অশান্তির কালো মেঘের ফল কি অধিনায়কের আবার রদবদল? মনে করছেন বিশেষজ্ঞরা।
এবছর আইপিএল’এ ১৫ কোটি টাকার ট্রান্সফার ফি দিয়ে হার্দিক’কে মুম্বাই ইন্ডিয়ানস্ কিনে নেয়। এতক্ষণ সব ঠিকই ছিল তবে পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়ে হার্দিক’কেই যখন নিয়োগ করা হয় দলের নতুন অধিনায়কের পদে, তা মেনে নিতে পারেনি মুম্বাই ভক্তরা। আর পরপর দুটো ম্যাচ হারের পর হতাশ করেছেন দর্শকদেরও। খেলায় হার-জিত থাকলেও পরপর দুটো ম্যাচ হারার জন্য হার্দিক এর অধিনায়কত্বের ওপর প্রশ্ন তুলেছেন ভক্তদের একাংশ। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে টলমল পরিস্থিতি। সঙ্গে জমেছে কালো মেঘ। সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ানস এর ম্যাচ চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি ও আকাশ আম্বানি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ম্যাচ জুড়ে তাদের বেশ হতাশ দেখিয়েছে সেদিন। তাছাড়াও ম্যাচ শেষে আকাশ আম্বানি সঙ্খে রোহিত শর্মা’কে কথা বলতেও দেখা যায়। কিছুক্ষণ পর আলোচনায় তিনি ডেকে নেন হার্দিক পান্ডিয়াকেও।
[ আরও পড়ুনঃ
একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?
]
রোহিত এবং আকাশ আম্বানির মধ্যে কী নিয়ে কথা হচ্ছিল সেটা অবশ্য এখনও জানা যায়নি। তবে সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন দলের বর্তমান পরিস্থিতি নিয়ে রোহিতের সঙ্গে আলোচনা করছিলেন কর্ণধার। অনেকে এও দাবি করছেন, রোহিতকে অধিনায়কের দায়িত্বে ফেরানো হতে পারে খুব সম্ভবত। ম্যাচ চলাকালীন এও দেখা যায় রোহিত শর্মা হার্দিককে সরিয়ে নিজের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে নেন। হার্দিককে বাউন্ডারির কাছে পাঠিয়ে দিয়ে এবং অন্যান্য প্লেয়ারদের নিয়ে ফিল্ডিং সাজাতে থাকেন প্রাক্তন অধিনায়ক। এটা দেখেই অনুমান করা যায় রোহিতের উপরেই আপাতত ভরসা রাখছে ম্যানেজমেন্ট।