
The Truth Of Bengal : রেকর্ডহারে কীভাবে রেকর্ড গড়তে হয়, তার জলজ্যান্ত উদাহরণ যেন শুক্রবার কেকেআর বনাম পঞ্জাব কিংসের ম্যাচ। দুপক্ষ মিলিয়ে এদিন মোট রান ওঠে ৫০০-এর বেশি ! হ্যাঁ, ঠিকই শুনছেন। টি-টোয়েন্টি ম্যাচে এভাবে রান তোলার কাহিনি সকলকে তাক লাগিয়ে দিয়েছে। প্রথম ব্যাট করতে নেমে ২৬১ রানের মতোন এক পাহাড় প্রমাণ রান তুললেও, শেষ রক্ষা হয়না কেকেআর-এর। বেয়ারস্টো ঝড়ে কার্যত উড়ে যায় নাইট শিবির। ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে বেরিয়ে যায় পঞ্জাব শিবির। নারিন এবং সল্টের পার্টনারশিপকে একাই ধরাশায়ী করে দেয় বেয়ারস্টোর ৪৮ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংশ। তবে, এদিনের হাইভোল্টেজ ম্যাচ ছিল যেন একাধিক রেকর্ড গড়ার ম্যাচ। এদিনের ম্যাচে ঠিক কী কী রেকর্ড গড়া হল, চলুন একনজরে দেখে নেওয়া যাক।
Record books kholke vekh lo! 📖#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #KKRvPBKS pic.twitter.com/vZIqr1IM9m
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2024
২৬৩: পঞ্জাব কিংস বিশ্বের সর্বপ্রথম কোনও দল যে টি-টোয়েন্টি ম্যাচে এত বড় রান চেজ করল। এর পূর্বে ২০২৩-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৮ রান চেজ করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে, সেই রেকর্ডই এবার ভাঙল পঞ্জাব কিংস।
২৬৩: টি-টোয়েন্টির সেকেন্ড ইনিংশে নেমে সর্বাধিক রান করল পঞ্জাব কিংস। এর আগে এই রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে, সেই রেকর্ড এবার ভাঙল স্যাম কারন-এর শিবির।
৪২: টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক ‘৬’ মারা হয়েছে এদিনের ম্যাচে। কেকেআর এবং পঞ্জাব কিংস মিলিয়ে মোট ৪২টি ‘৬’ দেখেছে এদিন দর্শকরা।
২৪: একক দল হিসেবে নিজেদের ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। এর আগে এই রেকর্ড ছিল সানরাইজার্স হায়দরাবাদের।
৭: এই নিয়ে এটি আইপিএল ইতিহাহসের সাত নম্বর ম্যাচ ছিল যেখানে দুপক্ষ মিলিয়ে ৫০০-এর বেশি রান উঠেছে।
১০৮: আইপিএল-এর ইতিহাসে চতুর্থ কোনও ব্যাটসম্যান হিসেবে শতরান করে এত বড় রান চেজের রেকর্ড গড়ল জনি বেয়ারস্টো। এর আগে এই রেকর্ড ছিল ডেভিড মিলার, পল ভ্যালথ্যাটি, মাহেলা জয়াওয়ার্দেনের।
২: এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ইডেন গার্ডেন্সের ময়দানে এত বড় মানের রেকর্ড ভাঙল। এদিনের ম্যাচে চেন্নাই সুপার কিংস-এর ২৩৫ রানের সেই রেকর্ড ভাঙে কেকেআর ২৬১ করে। যদিও, পরবর্তীতে সেই রেকর্ডও ভেঙে দেয় পঞ্জাব কিংস ২৬৩ করে।
সব মিলিয়ে, কলকাতায় ক্রিকেটের নন্দনকাননে যে একের পর এক রেকর্ড গড়ে উঠল, তা যে ক্রিকেট বিশ্বে এবং ফ্যানেদের মধ্যে বড় প্রভাব ফেলতে চলেছে, তা বলাবাহুল্য।