IPL 2024

আইপিএল’এ শনের পরে কি মায়াঙ্ক ফাস্টেস্ট বলের শিরোপা পেতে চলেছেন?

The Truth Of Bengal Desk: আইপিএল’এ প্রতিবছর কোনও না কোনও দল থেকে অবশ্যই কেউ উঠে আসেন ক্রিকেট জগৎ-এ নিজেদের পথকে সুনিশ্চিত করবার জন্য! প্রতিবছর এমন বহু ক্রিকেটারদের দেখা যায়, যাদের আইপিএল’এর আগে সেরকম পরিচিতি ছিল না বললেই চলে। কিন্তু তাদের অসাধারণ প্রতিভার জেরে শুধুমাত্র দেশে কেন! গোটা বিশ্বের ক্রিকেট প্রেমিদের মনে জায়গা করে নেন তারা। তাদের মধ্যেই একজন মায়াঙ্ক যাদব। উঠতি এই ক্রিকেটারের বয়স মাত্র ২১ বছর। তার এই অসাধারণ প্রতিভা, যার জেরে দেশের ক্রিকেটপ্রেমিদেরকে ইতিমধ্যেই দাবী করতেও দেখা গেল, মায়াঙ্ককে যাতে কেবল আইপিএল’এ কিংবা ঘড়োয়া ম্যাচ গুলোতেই খেলতে না দেখা যায়! তাকে তারা খেলতে দেখতে চাইছেন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও। হঠাৎই মায়াঙ্ক’কে নিয়ে এত কথা উঠছেই বা কেন? প্রশ্ন মনে আসতেই পারে, তবে খুলে বলা যাক।

মায়াঙ্ক এবছরের আইপিএল’এ সবচেয়ে ফাস্টেস্ট বলের খেতাব করে নিয়েছেন নিজের নামে। যার জন্য তাকে দেওয়া হয়েছিল ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এর খেতাব পর্যন্ত। তার সঙ্গেই যদি পুরাতন রেকর্ড গুলিকেও দেখা যায়, আজ পর্যন্ত ‘দ্য ফাস্টেস্ট বল’র জন্য পরিচিত একমাত্র একজনই। তিনি হলেন শন টেইট। আইপিএল’এ শন টেইট এর রেকর্ড গড়া সেই বলের গতিবেগ ছিল ঘন্টায় ১৫৭.৭১ কিলোমিটার। সেখানেই লখনউ সুপার জায়ান্টসের খেলছেন মায়াঙ্ক যাদব, তিনি মঙ্গলবারের ম্যাচে গড়ে ফেললেন আরও এক নতুন ইতিহাস। এবছর আইপিএল’এ সবচেয়ে দ্রুত বলের খেতাব করে নিলেন তিনি তার নিজের নামে। যদিও শনের থেকে মায়াঙ্কের বলের গতিবেগ ছিল কিছুটা কম, ঘন্টায় ১৫৬.৭ কিলোমিটার। তবে মনে করা হচ্ছে যে হয়তো খুব শীঘ্রই এই রেকর্ড কেও টপকে যাবে মায়াঙ্ক। ২০১১ তে শনের এই স্কোর এখনও কেউ ভাঙতে পারেনি। তবে জেরাল্ড কোয়েটজি (১৫৭.৪ কিলোমিটার/ ঘন্টা), লকি ফার্গুসন (১৫৭.৩ কিলোমিটার/ ঘন্টা), উমরান মালিক (১৫৭ কিলোমিটার/ ঘন্টা) যদিও কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হতে পারেননি কেউই। তবে এটাই মনে করছেন ক্রিকেট প্রেমিরা যে, মায়াঙ্ক যদি এভাবেই খেলতে থাকে তবে অবশ্যই এবছর শনের নামের জায়গায় মায়াঙ্ক নিজের নাম খোদাই করে রেখে যাবেন।

তার বর্তমান খেলার প্রতি স্বচ্ছলতা দেখে কিংবা তার এই আবেগ দেখে হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাকে ভারতের হয়ে খেলতে দেখা যেতেই পারে বিশ্বকাপে, বলছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। তাছাড়াও নতুন যুগের এই ক্রিকেটারের অনুরাগী’দের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, সূত্রের খবর মাত্র কয়েকদিনেই ইনস্টাগ্রামে (৩০ মার্চ থেকে ৩ এপ্রিল) ৪ হাজার থেকে বেড়ে হয়েছে, ২৯৭ হাজার। সেখানেই সকলেই তার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবং পরবর্তী ম্যাচ গুলোর জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

Related Articles